কারণ দীর্ঘদিন ধরেই বিকল হয়ে রয়েছে মর্গের ফ্রিজ। মরদেহ মজুত রাখার ফ্রিজ বিকল হয়ে পড়ায় এমন সমস্যা তৈরি হয়েছে। বিকল হয়ে পড়া ফ্রিজেই রাখা হচ্ছে দেহ। বিশেষ করে নাম পরিচয়হীন দেহগুলি জমা থাকছে দিনের পর দিন। সেখান থেকেই এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে।
মালদহ মেডিকেল সূত্রে জানা গিয়েছে, প্রায় দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে মালদহ মেডিকেলের বেশিরভাগ দেহ রাখার ফ্রিজ। এই দীর্ঘ সময় ধরে বিকল হয়ে পড়ে থাকা ফ্রিজ মধ্যেই মজুত করা হচ্ছে মৃতদেহ। বিশেষত বেওয়ারিশ দেহ মর্গে জমে থাকতে থাকতে ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে মেডিকেলের মর্গ চত্বরে।
advertisement
মেডিকেল কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে মেরামতের টাকা না মেলায় ফ্রিজ মেরামতির কাজ সম্ভব হয়নি। মাস খানেক আগে মেরামতির টাকা মিললেও এখনও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন,”দীর্ঘদিন মর্গের রেফ্রিজারেটর বিকল হয়েছে শুনেছি। ইতিমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে। আশা করছি দ্রুত কাজ সম্পন্ন হবে। সমস্যার সমাধান হবে”।
আরও পড়ুনঃ Jagaddhatri Puja 2024: ডাকের সাজেও থিমের ছোঁয়া! বনকাপাসীর শিল্পীদের শোলার সাজে মা জগদ্ধাত্রী
মর্গের ফ্রিজগুলি দেখভালের দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের পূর্ত দফতর। তাদের মাধ্যমেই এইগুলির মেরামতির হবে। ইতিমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে। শীঘ্রই কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে দেহ রাখার জন্য মর্গে ৩৬ টি ফ্রিজ রয়েছে। সেখানে দেহ রয়েছে প্রায় ৪০ টি। অধিকাংশ ফ্রিজ খারাপ তার ওপর অতিরিক্ত দেহ মজুদ রয়েছে। তারই জন্য দুর্গন্ধ আরও বেশি ছড়াচ্ছে বলে অনুমান মর্গের কর্মীদের।
হরষিত সিংহ