TRENDING:

উত্তরে পরিবর্তনের হাওয়া, দার্জিলিং পুরসভার ক্ষমতা বদল, অনীত থাপা এলেন ক্ষমতায়

Last Updated:

এর ফলে কার্যত ক্ষমতা বদল হয়ে গেল দার্জিলিংয়ের পুরসভায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: বেশিদিন ক্ষমতা ধরে রাখল পারল না নবগঠিত হামরো পার্টি৷ আগে এক বার ভাঙন ধরেছিল৷ এ বার দার্জিলিং পুরসভার আরও পাঁচ হামরো পার্টির সদস্য কাউন্সিলর যোগ দিলেন বিজিপিএম-এ৷ বৃহস্পতিবার কার্শিয়ংয়ে যোগ দিলেন তাঁরা। পুরসভার ২, ৪, ৭, ১৩ এবং ১৯ নং ওয়ার্ডের ৫ কাউন্সিলর যোগ দিলেন অনীত থাপার দলে। হামরো পার্টির কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়ালো ১৩। অন্যদিকে বিজিপিএমের বেড়ে দাঁড়ালো ১৩, সঙ্গে তৃণমূলের ২ কাউন্সিলরও বাইরে থেকে অনীতকে সমর্থন করবে বলে জানা গিয়েছে।
advertisement

এর ফলে কার্যত ক্ষমতা বদল হয়ে গেল দার্জিলিংয়ের পুরসভায়৷ এ বার হামরো পার্টির থেকে ক্ষমতা দখল করল অনীত থাপার বিজিপিএম৷ এই দল বদলের তালিকায় রয়েছেন, ১) দীপেন ঠাকুরি, ওয়ার্ড নং ৬, (২) গনেশ প্রধান, ওয়ার্ড নং ৪, (৩) বিষ্ণু মাল্লা, ওয়ার্ড নং ৭, (৪) সরন ছেত্রী, ওয়ার্ড নং ১৩, (৫) শীতম লামা, ওয়ার্ড নং ১৯৷ এ ছাড়াও খবর পাওয়া গিয়েছে, দোরজি লামা নামে দার্জিলিং পুরসভার ছ’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যোগ দিতে পারেন বিজিপএম-এ৷

advertisement

আরও পড়ুন: অরণ্যের অধিকার 'ওদেরই', আদিবাসী উন্নয়নে বিধানসভায় বিরাট ঘোষণা মমতার!

আরও পড়ুন: বাংলা থেকে ছুটবে পাঁচ-পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস! বিখ্যাত এই ট্রেন যাবে কোথায় কোথায়? দেখে নিন রুট!

এই দল বদলের ফলে ৩২ আসনের দার্জিলিং পুরসভায় এর ফলে আসন বণ্টনের অঙ্কটা হয়ে দাঁড়াল বিজিপিএম ও তৃণমূলের জোট ১৫, হামরো পার্টির আসন সংখ্যা ১৩, গোর্খা জনমুক্তি মোর্চার ৩ জন৷ এর মধ্যেএকটি আসনের কাউন্সিলর পদত্যাগ করেছেন বিজিপিএমের কাউন্সিলর৷

advertisement

স্বাভাবিক কারণে দার্জিলিংয়ে ক্ষমতার অন্দরে অনেকটা বদল হয়েছে৷ অনেকেই হামরো পার্টিকে দার্জিলিংয়ের রাজনৈতিক শক্তির কেন্দ্র হিসাবে ভাবতে শুরু করেছিলেন৷ কিন্তু তা হল না, এ বার হয়ত অনেকটাই বদলে যাচ্ছে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পার্থপ্রতিম সরকার

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
উত্তরে পরিবর্তনের হাওয়া, দার্জিলিং পুরসভার ক্ষমতা বদল, অনীত থাপা এলেন ক্ষমতায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল