আরও পড়ুন: নির্বাচন শেষ হলেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী, হিংসা ঠেকাতে সিদ্ধান্ত কমিশনের
বৃহস্পতিবার কেরালা দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করেছে বর্ষা। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির অধিকাংশ জায়গাতেই ঢুকে পড়েছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। শনিবার উত্তরবঙ্গ এবং সিকিমের বেশিরভাগ অংশেই বর্ষা চলে এল।
আরও পড়ুন: বিশ্বের উচ্চতম কেন্দ্রে ভোটগ্রহণ শনিবার, জানেন কত জন ভোটার?
advertisement
চলতি মরসুমে আন্দামানের তিন দিন আগে ঢুকেছিল বর্ষা। কেরলে বর্ষা প্রবেশ করেছে নির্ধারিত সময়ের দু’দিন আগে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষা এসেছে নির্ধারিত সময়ের সাত দিন আগে। আর বাংলার উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আট দিন আগে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
উত্তরবঙ্গে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে তা এখনও জানা যায়নি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে, তবুও গরম বজায় থাকবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়, এতে তাপমাত্রা কিছুটা কমেছে।