TRENDING:

Money Scam: কী দিন এল! লাখ লাখ টাকা উধাও পোস্ট অফিসের গ্রাহকদের! বাংলায় ভয়ঙ্কর ঘটনা, সাবধান

Last Updated:

Money Scam: স্থানীয় গ্রাহকদের থেকে জানা যায়, "দীর্ঘ দিন ধরে ওই পোস্ট অফিসে টাকা জমা রাখতেন স্থানীয় গ্রাহকরা। সেখানকার কর্মী রতন দাস টাকা জমা রাখতেন।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: পোস্ট অফিস থেকে গায়েব হয়ে গেল গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা। আর এই ঘটনায় রীতিমত শোরগোল শুরু হয়েছে কোচবিহার গুড়িয়াহাটি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। পোস্ট অফিসের গুড়িয়াহাটি সুভাষ কলোনি শাখায় এমন ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দানা বেঁধেছে গ্রাহকদের মধ্যে। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়তে হয়েছে পোস্ট অফিসের উধ্বর্তন কর্তৃপক্ষদের। যদিও টাকার গড়মিল থাকা পাশবই গুলি সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পোস্ট অফিস কর্তৃপক্ষ।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

স্থানীয় গ্রাহকদের থেকে জানা যায়, “দীর্ঘ দিন ধরে ওই পোস্ট অফিসে টাকা জমা রাখতেন স্থানীয় গ্রাহকরা। সেখানকার কর্মী রতন দাস টাকা জমা রাখতেন। তবে কম্পিউটারে নয় পাস বইয়ে মধ্যে হাতেই টাকার পরিমাণ লিখে দিতেন। সম্প্রতি, রতন দাসের বদলি হয়। সেখানে নতুন এক কর্মী কাজে যোগ দেন। এরপরই টাকা জমা না পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে গ্রাহকদের। গ্রাহকরা তাঁদের পাস বই নিয়ে টাকার পরিমাণ ক্ষতিতে দেখেন। তখন দেখা যায়, কারও ৭০ হাজার, কারও এক লক্ষ আবার কারও ২০ হাজার টাকা কম রয়েছে অ্যাকাউন্টে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।”

advertisement

আরও পড়ুন: মহুয়া মৈত্রকে নিয়ে বড় ‘ঘোষণা’ মমতার! লোকসভার ‘টিকিট’ ঘিরে তুঙ্গে শোরগোল

View More

ওই ব্রাঞ্চের বর্তমান পোস্ট মাস্টার আবির নাগ জানান, “গোটা বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। মোট কত টাকা উধাও হয়েছে তা খতিয়ে দেখছে উর্দ্ধতন কর্তৃপক্ষ। টাকার গড়মিল রয়েছে এমন বেশ কয়েকটি পাস বই পাওয়া গিয়েছে। সেই বইগুলি সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে।”

advertisement

আরও পড়ুন: সৌরভের ক্রিকেট অ্যাকাডেমির সামনে ধরনা মঞ্চ! অনুমতি দিল আদালত, আসল বিষয়টা কী?

তবে পোস্ট অফিসের এক কর্মীর থেকে এভাবে প্রকাশ্যে টাকা নয়ছয়ের বিষয়টি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে গ্রাহকদের মধ্যে। দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন সকল গ্রাহকেরা।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

—– Sarthak Pandit

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Money Scam: কী দিন এল! লাখ লাখ টাকা উধাও পোস্ট অফিসের গ্রাহকদের! বাংলায় ভয়ঙ্কর ঘটনা, সাবধান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল