জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম অসীম সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধাননগর সাইবার ক্রাইমে তার নামে অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত যুবক নিজেকে বিভিন্ন বেসরকারি সংস্থা ও সরকারি দফতরের ‘যোগাযোগ কর্মকর্তা’ হিসেবে পরিচয় দিত।
advertisement
ওই পরিচয় ব্যবহার করে সে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে এবং পরবর্তীতে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করে বলে অভিযোগ। কিন্তু চাকরি তো দূরের কথা, টাকার পাওয়ার পরেও কোনও চাকরির প্রক্রিয়া শুরু হয়নি দেখে সন্দেহ জাগে তরুণীর।
আরও পড়ুন: কলা খাওয়ার সময় কি কলার সুতোগুলিও খান? কলার তন্তু পেটে চলে গেলে কী হয় জানুন
পরে বিষয়টি বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের কাছে জানান ওই তরুণী। এরপরই বারাসত থানার পুলিশ মালদহে এসে চাঁচল থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ভাড়া বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে। ঘটনায় প্রতারণা চক্রের আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।