বর্তমানে নির্যাতিত মহিলার স্বামী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম রকেট রায়। অভিযোগ উঠেছে তাঁরই খুড়তুতো ভাই জগৎ রায় ও জেঠু অনিল রায়-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার ভাঁটি নওদা এলাকায়।
রেলযাত্রীদের জন্য সুখবর! ২২আগস্ট থেকে চালু হচ্ছে নতুন লোকাল ট্রেন! কোন রুটে দেখে নিন
advertisement
সকালে ক্লাস নিয়েছিলেন অঙ্কের স্যর, টিফিনের পরেই স্কুলের দু’তলার ১৮ নম্বর ঘরে তাঁর মর্মান্তিক পরিণতি!
নির্যাতিতা মহিলা জানান, মদ্যপ অবস্থায় জেঠাশ্বশুরের ছেলে তাঁদের শাড়ি টেনে হিঁচড়ে শ্লীলতাহানি করে। তখন স্বামী রকেট রায় প্রতিবাদ করলে অভিযুক্ত জগৎ রায় তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারধর করে। এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন নির্যাতিতা। বর্তমানে তিনি আহত স্বামীকে নিয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছেন। যদিও এই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।