সকালে ক্লাস নিয়েছিলেন অঙ্কের স্যর, টিফিনের পরেই স্কুলের দু'তলার ১৮ নম্বর ঘরে তাঁর মর্মান্তিক পরিণতি!

Last Updated:

Teacher Death In School সহকর্মীরা স্কুল ছাড়ার সময় তাঁর মোটরবাইক স্কুল প্রাঙ্গণে লক্ষ্য করেন। কিন্তু তাঁকে কোথাও খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।

শিক্ষকই যদি এমন হন, তাহলে সমাজের অবস্থা আর কেমন হবে? রাজস্থানের এক সরকারি স্কুলে এমনই এক ঘটনা ঘটেছে৷ যা জানলে আপনার রাগ ও লজ্জা দুটোই হবে৷ Representative image
শিক্ষকই যদি এমন হন, তাহলে সমাজের অবস্থা আর কেমন হবে? রাজস্থানের এক সরকারি স্কুলে এমনই এক ঘটনা ঘটেছে৷ যা জানলে আপনার রাগ ও লজ্জা দুটোই হবে৷ Representative image
প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: স্কুল চত্বরে অঙ্কের শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত কালপাথর বিনাপানি হাইস্কুলে।
মৃত শিক্ষকের নাম উজ্জ্বল কুমার দাস। মঙ্গলবার সকালে তিনি নিয়মমতো স্কুলে এসে ক্লাস নেন। তবে স্থানীয় মনসা পুজোর কারণে সেদিন ছাত্রছাত্রী কম থাকায় টিফিনের পরই ছুটি হয়ে যায়। ছাত্রছাত্রীদের পাশাপাশি অধিকাংশ শিক্ষকও স্কুল থেকে বেরিয়ে যান। কিন্তু স্কুলের অফিস সংক্রান্ত কিছু কাজে উজ্জ্বলবাবু তখনও স্কুলেই ছিলেন।
advertisement
advertisement
পরবর্তীতে সহকর্মীরা স্কুল ছাড়ার সময় তাঁর মোটরবাইক স্কুল প্রাঙ্গণে লক্ষ্য করেন। কিন্তু তাঁকে কোথাও খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। সেই সময় স্কুল ভবনের দ্বিতীয় তলার ১৮ নম্বর ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই অনুমান করা হচ্ছে। তবে কী কারণে এই মর্মান্তিক পদক্ষেপ, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
সকালে ক্লাস নিয়েছিলেন অঙ্কের স্যর, টিফিনের পরেই স্কুলের দু'তলার ১৮ নম্বর ঘরে তাঁর মর্মান্তিক পরিণতি!
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement