গরম যতই বাড়ুক চড়চড়িয়ে বাড়বে না ইলেকট্রিক বিল! ১০০ ইউনিট কমান প্রতি মাসে! কী ভাবে? জেনে নিন 'ট্রিক'
- Published by:Tias Banerjee
Last Updated:
How to Reduce Electricity Bill: বিদ্যুৎ বিল কমানো এখন আর কষ্টসাধ্য নয়। বিশেষজ্ঞদের মতে, ফ্যান, আলো, এসি আর মোটর ব্যবহারে সামান্য কিছু পরিবর্তন আনলেই প্রতি মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। এতে শুধু মাসিক খরচই কমবে না, পরিবেশও থাকবে সুরক্ষিত। জেনে নিন উপায়!
গরমের কমতি নেই। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক বিলও? কী ভাবে বাঁচাবেন বিদ্যুৎ? জেনে নিন প্রতি মাসে ইউনিট বাঁচানোর উপায়।
advertisement
অল্প কিছু যন্ত্রপাতির আপগ্রেড, রক্ষণাবেক্ষণ আর সচেতন ব্যবহারেই প্রতি মাসে ১০০ ইউনিটের বেশি বিদ্যুৎ বাঁচানো সম্ভব।
advertisement
বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, বাড়তে থাকা খরচে নাজেহাল সাধারণ পরিবারগুলো সামান্য কিছু পরিবর্তন আনলেই বিল অনেকটা কমিয়ে ফেলতে পারে।
advertisement
অনেক রাজ্যে অতিরিক্ত ১০০ ইউনিট মানেই উচ্চতর ট্যারিফ স্ল্যাবে ঢুকে পড়া, আর তাতে মাসিক বিল বেড়ে যেতে পারে ১,০০০ টাকা বা তারও বেশি। তাই পুরনো সিলিং ফ্যান বদলে এনার্জি-এফিশিয়েন্ট BLDC মডেল ব্যবহার, এলইডি আলো লাগানো, জল তোলার মোটরের যত্ন নেওয়া আর এসি সঠিকভাবে চালানো—এসব পদক্ষেপ খরচ কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষাতেও সাহায্য করে।
advertisement
এখানে কিছু কার্যকরী পরিবর্তনের তালিকা দেওয়া হল— এনার্জি-এফিশিয়েন্ট ফ্যানে বদলান পুরনো ৮০ ওয়াট সিলিং ফ্যান যদি প্রতিদিন ২০ ঘণ্টা চলে, তবে মাসে প্রায় ৪৮ ইউনিট খরচ হয়। তিনটি ফ্যানকে BLDC মডেলে বদলালে প্রায় ৮৭ ইউনিট পর্যন্ত সাশ্রয় সম্ভব। খরচ উঠে আসবে ছয় থেকে আট মাসেই।
advertisement
আলো আপগ্রেড করুন, মোটর মেইনটেন করুন--- ৪০ ওয়াট টিউবলাইটের বদলে ১৮ ওয়াটের এলইডি টিউব লাগালে, চারটি টিউবলাইট প্রতিদিন ১০ ঘণ্টা জ্বালালে মাসে প্রায় ২৬ ইউনিট পর্যন্ত কমবে। জল তোলার মোটর নিয়মিত পরিষ্কার রাখলে আরও ১০ ইউনিট সাশ্রয় হয়, লিকবিহীন পাইপলাইনে খরচ আরও কমবে।
advertisement
এসি যত্নে রাখুন, অপ্রয়োজনীয় যন্ত্র সরান--- প্রতি পনেরো দিনে একবার এসির কনডেনসার কয়েল পরিষ্কার করলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে। তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে রাখলে অতিরিক্ত লোড পড়ে না। আধুনিক ফ্রিজ আর টিভির জন্য ভোল্টেজ স্ট্যাবিলাইজারের প্রয়োজন নেই, অথচ এগুলো মাসে ৩০–৪৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ টেনে নিতে পারে।
advertisement