এর ফলে আগামী নভেম্বর মাসে খেলো ইন্ডিয়া ফাইনালে অংশগ্রহণ করার সুযোগ পেল মিতালি। দক্ষিণ দিনাজপুরকে গর্বিত করা মিতালি মালির বাড়ি শহরের বিপ্লবী সংঘ এলাকার। সে খাদিমপুর গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। দক্ষিণ দিনাজপুর তাইকন্ডো অ্যাসোসিয়েশনে তিনি প্রশিক্ষণ নেন। গত ১৫ ই সেপ্টেম্বর অরুনাচল প্রদেশে তাইকন্ডো খেলো ইন্ডিয়া প্রতিযোগিতাটি হয়, সেখানে দুশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতাতেই প্রথম হয় বালুরঘাটের মিতালি।
advertisement
আরও পড়ুনঃ KKR News: ৫ তারকা বিদেশীকে বাদ দিচ্ছে কেকেআর! তালিকায় একের পর এক চমকে ওঠা নাম
এরপর আসন্ন খেলো ইন্ডিয়া তাইকোন্ডো প্রতিযোগিতায় জাতীয় স্তরে সুযোগ পেয়ে জুনিয়র গার্লস আন্ডার ৪৯ কেজি ওয়েট ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরকে গর্বিত করল প্রতিভাবান প্রতিযোগী মিতালি মালি। জানা যায়, দক্ষিণ দিনাজপুর জেলা থেকে একাই স্থান পেয়েছে এই প্রতিযোগিতায়। বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে মিতালীর সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলাকে দেশের মানচিত্রে আর নতুনভাবে উজ্জ্বল করবে বলে আশাবাদী সকলে।
সুস্মিতা গোস্বামী