বালুরঘাটে এই বাঁশের সাঁকোর উপর দিয়ে কালিকাপুর যাওয়া যায়। সাঁকোটি পার হওয়ার সময় আত্রেয়ী নদীতে পড়ে যায় ওই যুবক ও যুবতী। নদীতে পড়ে চিৎকার করতে থাকেন তাঁরা। তা শুনে এলাকার লোকজন ছুটে এসে দড়ি ফেলে কোনওভাবে মেয়েটিকে পাড়ে তুলতে আনেন। কিন্তু যুবকটিকে রক্ষা করা যায়নি। ততক্ষণ সে জলের স্রোতে ভেসে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।
advertisement
আরও পড়ুন: শিল্পের দুরন্ত বাণিজ্যিকরণ, হাতে আঁকা জামা নতুন ট্রেন্ড নববর্ষে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম তন্ময় ঘোষ (২৫)। বাড়ি বালুরঘাট থানার রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকায়। কোনরকমে প্রাণে বেঁচে যাওয়া যুবতীর বাড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডে। ঘটনার পরই আত্রেয়ী নদীতে নৌকা নামানো হয়। তবে অন্ধকারে উদ্ধারকাজ চালানোয় সমস্যা হয়। ঘটনার কথা বর্ণনা করতে গিয়ে লা প্রত্যক্ষদর্শী বিশ্বনাথ ঘোষ বলেন, আমাদের বাঁচাও চিৎকার শুনতে পেয়ে ছুটে যাই। গিয়ে দেখি ছেলেটা আর মেয়েটা হাবুডুবু খাচ্ছে। এরপর একটা ছেলে দড়ি এনে তুলল মেয়েটাকে। তবে ছেলেটাকে তুলতে পারেনি। মেয়েটা শুধুও চিৎকার করে ডাকছে, বলছে বাবাইকে বাঁচাও। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এসে ওই যুবকের সন্ধান শুরু করেছে।
সুস্মিতা গোস্বামী