TRENDING:

Minor Death: অপরিসীম কৌতুহল প্রাণ কেড়ে নিল নাবালকের! রেলের বৈদ্যুতিন পোস্টে উঠতেই সব শেষ

Last Updated:

Minor Death: হঠাৎই রোহিত রেলের ইলেকট্রিক পোলে উঠে পড়ে। ওঠার আগে সে জানিয়েছিল, পোস্টে বিদ্যুৎ আছে তা পরখ করে দেখবে। বৈদ্যুতিন খুঁটির উপর উঠে তারে হাত দিতেই তার গোটা শরীর ঝলসে যায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: অপরিসীম কৌতুহল‌ই কাল হয়ে দাঁড়াল নাবালকের। রেলের হাই ভোল্টেজ লাইনে ইলেকট্রিক চার্জ করা আছে কিনা তা দেখতে লাইনের পাশে থাকা বিদ্যুৎ পোস্টে উঠে পড়ে বছর ১৬-এর রোহিত রায়। মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে মৃত্যু হল ওই নাবালকের।
রেলের তার
রেলের তার
advertisement

এই মর্মান্তিক ঘটনাটি বৃহস্পতিবার রাতে ময়নাগুড়ির ব্রহ্মপুর এলাকায় ঘটেছে। নাবালকের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, হঠাৎই রোহিত রায় নামে ঐ নাবালক রেলের ইলেকট্রিক পোলে উঠে পড়ে। ওঠার আগে সে জানিয়েছিল, পোস্টে বিদ্যুৎ আছে তা পরখ করে দেখবে। বৈদ্যুতিন খুঁটির উপর উঠে তারে হাত দিতেই তার গোটা শরীর ঝলসে যায়। উল্লেখ্য রেলের বৈদ্যুতিন পোস্টগুলি দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎ প্রবাহিত হয়।

advertisement

আর‌ও পড়ুন: পঞ্চপ্রাপ্তির পথে জমিদার গ্রামের পিতলের রথ! ভোটের আগে করুণ আবেদন

অতি আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরকে দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা । এদিকে ওই নাবালকের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এর পিছনে অন্য কোন‌ও কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

View More

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Minor Death: অপরিসীম কৌতুহল প্রাণ কেড়ে নিল নাবালকের! রেলের বৈদ্যুতিন পোস্টে উঠতেই সব শেষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল