কালিয়াগঞ্জ সাহা পাড়ার মালাকার পরিবার এই পরিবারের সুনীল মালাকারের হাতের তৈরি গয়না একসময় দেশ-বিদেশে পাড়ি দিত। যদিও সম্প্রতি প্রয়াত হয়েছেন সুনীল মালাকার তবুও এই অলংকার তৈরির কাজ থেমে না রেখে জোড় কদমে ছেলেকে নিয়েই দেবীর অলংকার তৈরি করছেন মায়া দেবী।
আরও পড়ুনঃ পুজোয় মদ্যপানের প্ল্যান থাকলে চাটে কী খাবেন, কী নয়? এই ৭ জনপ্রিয় স্ন্যাকস ভয়ঙ্কর ক্ষতি করতে পারে
advertisement
মায়া মালাকারের ছেলে রবি মালাকার জানান, বাবা সারা বছর শোলার সাজ তৈরি করতেন। তিন মাস আগে তার মৃত্যুর পর আমি ও মা হাল ধরেছি। প্রতিমার একটি সাজের সেট ৩০০০ টাকায় বিক্রি হয়। বাবার হাতের কাজগুলোই আমরা ধরে রাখার চেষ্টা করছি।
জানা গিয়েছে, জলাভূমিতে জন্মানো শোলার গাছের কাণ্ড শুকিয়ে তৈরি করা হয় দেবীর অলংকার। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় চাহিদা কম এই শিল্পের। মায়া মালাকার জানান, স্বামীর স্মৃতি বাঁচিয়ে রাখতেই এই অলংকার তৈরীর কাজ আবারও শুরু করেছি। বিভিন্ন পুজো উদ্যোক্তারা বাড়ি থেকে এসে পুজোর সাজ কিনে নিয়ে যাচ্ছেন।
পিয়া গুপ্তা