ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। পরপর তিনটি প্লাস্টিক গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। গভীর রাতে এমন আগুনকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আগুন এততাই ভয়ঙ্কর যে রাত থেকে আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকল, কিন্তু এখনও আগুন নেভানো সম্ভব হয়নি। ঘটনার জেরে ১২ নম্বর জাতীয় সড়কে ব্যাহত যান চলাচল। জাতীয় সড়কে কিলোমিটার দীর্ঘ যানজট।
advertisement
বিভিন্ন ভাঙাচোরা প্লাস্টিকজাত সামগ্রী মালদহের বিভিন্ন এলাকা থেকে মজুত করা হয় এইসব প্লাস্টিক কারখানায়। এইসব প্লাস্টিক সামগ্রী টুকরো টুকরো করে পুনরায় প্লাস্টিকজাত করা হয় এবং নতুন সামগ্রী তৈরীর জন্য তা পাঠানো হয় বিভিন্ন রাজ্যে। স্থানীয়রা জানান, রাত একটা নাগাদ প্রথম আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায়। এরপরে দ্রুত তা বিস্তীর্ণ এলাকায় জুড়ে ছড়িয়ে পড়ে। রাত দু’টোর পর দমকলের একের পর এক ইঞ্জিন এসে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
কালিয়াচকের ডাঙা এলাকায় জাতীয় সড়কের ধারে রয়েছে একাধিক প্লাস্টিক গুদাম। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দমকলবাহিনী।