এ বিষয়ে চায়না জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আর্থিক অনটনের মধ্যে রয়েছেন, তবু সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোনও স্থায়ী সহায়তা মেলেনি। একসময় দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকী জীবন বিসর্জন দিয়েছেন, কিন্তু তাঁর উত্তরসূরিরা আজ অত্যন্ত অসহায় ভাবে বেঁচে আছেন। এই স্বাধীনতা সংগ্রামীর নিজের পরিবারটিকে বাঁচিয়ে রাখার স্বার্থে তৎকালীন বিগত সরকারের কাছে বহুবার চিঠি দিয়েছিলেন কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তাঁর আক্ষেপ, “সবাই প্রফুল্ল চাকীর কথা বলেন, কিন্তু আমরা তো তাঁরই আত্মীয়। আজ এই দুর্দশায় পড়েছি, কেউ খোঁজও নেয় না।”
advertisement
আরও পড়ুন : রেললাইনের ধারে ছেঁড়া নীল সুটকেসে কিশোরীর মৃতদেহ! ছুড়ে ফেলা হয়েছে চলন্ত ট্রেন থেকে? চাঞ্চল্য চরমে
স্থানীয় বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের আক্ষেপ, দেশের জন্য প্রাণ দিয়েছেন যাঁরা, তাঁদের পরিবারের অবস্থা লজ্জাজনক। এই ঘটনায় ফের সামনে এল স্বাধীনতা সংগ্রামীর উত্তরসূরিদের অবহেলার করুণ চিত্র। সরকার অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক। তাদের সমস্যা সমাধানে সরকার ও বিভিন্ন সংস্থার আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, তাদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা, এবং তাদের জন্য উপযুক্ত সহায়তা প্রদানের ব্যবস্থা করা উচিত। তবে, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। দেশের জন্য আত্মবিসর্জন দেওয়া পরিবারগুলো কি শুধুই ইতিহাসের পাতায় রয়ে যাবে? এখন দেখার বিষয় তাঁদের উত্তরসূরিরা আর কোনও সহযোগিতা পান কিনা!