প্রসঙ্গত, পুজোর মরশুমে কুমোরটুলি জুড়ে বিরাট কর্মকাণ্ড চলে। শহরের শ’পাঁচেক প্রতিমাশিল্পী রয়েছে। তারপরে বাইরে থেকে প্রচুর কর্মচারী শিলিগুড়িতে আসে মূর্তি তৈরি করতে। বৃষ্টির মরশুমে প্রতিমা বাঁচাতে তাঁরা কোনওমতে প্লাস্টিকের চাদরে প্রতিমা ঢেকে রাখেন।
আরও পড়ুন: এবার পুজোয় ১৫০ টাকায় জামা কাপড়, ব্যাপক ভিড় ক্রেতাদের! কোথায় জনুন
এইসময় শিলিগুড়ির মৃৎশিল্পী পাপাই পাল জানালেন, বৃষ্টি চিরকালই আমাদের শত্রু রয়েছে। বৃষ্টি হওয়াতে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। পুজো তো আর পেছাবে না কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। ব্লোয়ার আর ফ্যান দিয়ে মূর্তি শুকোনোর কাজ চলছে। এগুলি ভাড়া করতে আমাদের বহু টাকা খরচ হয়। কিন্তু সময়ে কাজ শেষ করতে গেলে ব্লোয়ার ও ফ্যান ভাড়া নেওয়া ছাড়া কোনও উপায় নেই। এভাবে প্রতিমার দামও বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের কিছুই করার নেই।
advertisement
অনির্বাণ রায়