TRENDING:

BJP Bengal | Siliguri News: স্বস্তির জায়গাতেই প্রকট অস্বস্তি, বড় ভাঙন BJP-তে! পুরভোটের আগেই TMC-র উচ্ছ্বাস

Last Updated:

BJP Bengal | Siliguri News: পুরভোটের আগে শিলিগুড়িতে বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: পুরভোটের আগে দল গোছাচ্ছে তৃণমূল (TMC)। এবার ফের পদ্ম শিবিরের ঘর ভাঙল ঘাসফুল শিবির। BJP-র সাংগঠনিক জেলার সহ সভাপতি জয়দীপ নন্দী ফিরে এলেন নিজের পুরনো 'ঘরে'। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জয়দীপ নন্দী ২২ মাস আগে দল ছেড়ে যোগ দেন বিজেপিতে। বড় দায়িত্বও পেয়েছিলেন পদ্ম শিবিরে। সেই জয়দীপ নন্দী শুক্রবারই  পদত্যাগ করেন। আর শনিবার যোগ দেন পুরনো দল তৃণমূলে।
বিজেপি ছেড়ে তৃণমূলে
বিজেপি ছেড়ে তৃণমূলে
advertisement

আরও পড়ুন: BJP-র 'পুরস্কারেও' অনড়, জল্পনা সত্যি করে আজই অভিষেকের হাত ধরে তৃণমূলে রাজীব?

শনিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন রাজু পাল, বাবলু তালুকদার সহ আরও বেশ কয়েকজন। শনিবার শিলিগুড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলা তৃণমূলের সভানেত্রী পাপিয়া ঘোষ, গৌতম দেব, রঞ্জন সরকার, অলোক চক্রবর্তীরা। দলীয় সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, ''অভিজ্ঞ নেতৃত্বদের যোগদানে দলের শক্তি আরও বৃদ্ধি পাবে। আরও অনেকেই দলে যোগদানের জন্যে আবেদন করেছেন। রাজ্য নেতৃত্বের কাছে তালিকা পাঠানো হয়েছে। কলকাতা থেকে সবুজ সংকেত এলেই দল পরবর্তী সিদ্ধান্ত নেবে।''

advertisement

আরও পড়ুন: জেলা সভাপতির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কলকাতার দিকে-দিকে পোস্টার! বিড়ম্বনায় BJP

ঘরে ফিরে জয়দীপ নন্দী বলেন, ''২২ মাস বিজেপিতে থাকার পরও তাদের সংস্কৃতি ও কর্ম পদ্ধতির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারিনি, তাই কাজের ক্ষেত্রে অসুবিধে হচ্ছিল। তাই পুরনো দলে ফিরে আসা। আবার জয়ের জন্যে ঝাঁপাব।'' অন্যদিকে দিদির অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগদান বলে জানান রাজু পাল। এর আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বিধায়ক শঙ্কর ঘোষের ওয়ার্ডেরই বাসিন্দা রাজু। বিধায়কের সঙ্গে দূরত্বেই কি দলত্যাগ?

advertisement

আরও পড়ুন: গোয়া জিততে কৌশল কী, সফরের শেষদিনে এক বক্তব্যেই বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর আগে বাম ও কংগ্রেস শিবিরে ভাঙন ধরায় তৃণমূল শিবির। একাধিক প্রাক্তন বাম কাউন্সিলরকে দলে টেনেছে ঘাসফুল শিবির। ভাঙন ধরায় কংগ্রেস শিবিরেও। দুই প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর যোগ দিয়েছেন তৃণমূলে। এখনও তৃণমূল শিলিগুড়ি পুরবোর্ড দখল করতে পারেনি। এবার তাই ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। পুর নির্বাচনকে সামনে রেখে ৭ সদস্যের কমিটিও গঠন করেছে দল। যে কমিটিতে ঠাঁই পাননি দুই প্রাক্তন জেলা সভাপতি গৌতম দেব এবং রঞ্জন সরকার। যা নিয়ে দলেও চলছে বিরোধ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
BJP Bengal | Siliguri News: স্বস্তির জায়গাতেই প্রকট অস্বস্তি, বড় ভাঙন BJP-তে! পুরভোটের আগেই TMC-র উচ্ছ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল