কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান ,”যাঁরা মোটা টাকা আয় করতে ইচ্ছুক তাঁরা আবহাওয়ার উপর ভরসা না রেখে এখনই আমবাগানের যত্ন নেওয়া শুরু করে দিন। একমাত্র সঠিক পরিচর্যা আম গাছের রোগ সংক্রমণ ও পোকামাকড়ের আক্রমণ দমন করতে পারে। তাই আম গাছের ফলধারণ ক্ষমতা বৃদ্ধি এবং ফলন বাড়ানোর জন্য এখন থেকেই ঠিকমতো পরিচর্যাকরা প্রয়োজন।”
advertisement
আরও পড়ুন: একতলা থেকে তিনতলা পুরোটাই বই! কলেজ স্ট্রিটকে টেক্কা দিতে এবার এই জেলায় তৈরি হল বইয়ের শপিং মল
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রথমে শীতের এই সময় আমগাছের ডালে আশ্রয় নেওয়া পরগাছা কেটে ফেলুন। কারণ, এই পরগাছা আমগাছের ডাল থেকে রস শুষে নেয়। তাই আমের ভাল ফলন পেতে হলে অবশ্যই পরগাছা কেটে ফেলতে হবে। এছাড়া গাছের বৃদ্ধি ও ফল উৎপাদনের জন্য প্রয়োজনে জৈব সার ব্যবহার করতে হবে। তাছাড়া কোন আমের গুণাগুণ খারাপ হলে সেই গাছকে কেটে ফেলতে হবে না। কলমের মাধ্যমে উন্নতি সাধন করা দরকার। বয়স্ক গাছের ক্ষেত্রে ২-৩টি ডাল কেটে দিলে সেখান থেকে নতুন শাখা বের হয়। তারপর নতুন শাখায় কলম করে নিতে হবে। তবে মনে রাখতে হবে আম বাগানের বয়স বেশি হলে ফল ধারণ ক্ষমতা আগের তুলনায় অনেকটাই কমে যায়। এ ক্ষেত্রে পুরনো গাছ কেটে না ফেলে ডালপালা ছেঁটে ফেলতে হবে। সেখানে নতুন শাখা বের হবে। শীতের শেষ লগ্নে অল্প বৃষ্টি আমগাছে মুকুল গজানোর পক্ষে উপযোগী। তা না হলে এখনই কীটনাশক স্প্রে করা থেকে বিরত থাকুন। বরং আমগাছে উঠে উপর থেকে প্রায় সমস্ত জালপালা ও পাতায় লাগতে পারে এমনভাবে স্বাভাবিক তাপমাত্রার জল স্প্রে করা শ্রেয়।
পিয়া গুপ্তা