TRENDING:

আজ উত্তরের একই শহরে দুই হেভিওয়েট, শিলিগুড়িতে কর্মসূচি মমতা-শুভেন্দুর

Last Updated:

আজ, মঙ্গলবার শিলিগুড়িতে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এক বিশেষ সমাবেশে অংশ নেবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, শিলিগুড়ি: আজ উত্তরের একই শহরে দুই হেভিওয়েট। মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা। উত্তরবঙ্গে সফর চলাকালীন আজ, মঙ্গলবার শিলিগুড়িতে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এক বিশেষ সমাবেশে অংশ নেবেন।
আজ উত্তরের একই শহরে দুই হেভিওয়েট, শিলিগুড়িতে কর্মসূচি মমতা-শুভেন্দুর
আজ উত্তরের একই শহরে দুই হেভিওয়েট, শিলিগুড়িতে কর্মসূচি মমতা-শুভেন্দুর
advertisement

সাম্প্রতিক সময়ে বঙ্গে একই দিনে মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতার সভাস্থল অন্য জেলা কিংবা অন্য শহর হলেও মমতা-শুভেন্দুর কর্মসূচি একই দিনে এবং একই শহরে নজিরবিহীন বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচি থাকার পাশাপাশি একটি পারিবারিক বিবাহ অনুষ্ঠানেও ইতিমধ্যেই যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন– ব্যাঙ্কে ছিল না একটাও টাকা, প্রযোজনা সংস্থাও বন্ধের মুখে; যশ চোপড়ার ভাগ্য ফিরিয়েছিলেন এই সুন্দরী সুপারস্টার

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আজ শিলিগুড়ির সভার মধ্য দিয়ে উত্তরবঙ্গ সফর শেষ করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে আজ, ১২ ডিসেম্বরই শিলিগুড়িতে কর্মসূচি রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শিলিগুড়িতে চা শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবীদের নিয়ে কনভেনশনে একটি অনুষ্ঠান করতে চলেছে বিজেপি ৷ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘উত্তর উত্তরণের খোঁজে’৷ তৃণমূলের ‘দুর্নীতি’র অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্রীয় প্রকল্পে উত্তরবঙ্গের ‘বঞ্চিত’ -দের নিয়ে আজই পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপি। এই অনুষ্ঠানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদ্ম শিবিরের একাধিক বিধায়ক ও সাংসদরাও এই অনুষ্ঠানে থাকবেন বলে খবর। সব মিলিয়ে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে উত্তরের রাজনীতি সরগরম।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আজ উত্তরের একই শহরে দুই হেভিওয়েট, শিলিগুড়িতে কর্মসূচি মমতা-শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল