ব্যাঙ্কে ছিল না একটাও টাকা, প্রযোজনা সংস্থাও বন্ধের মুখে; যশ চোপড়ার ভাগ্য ফিরিয়েছিলেন এই সুন্দরী সুপারস্টার
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Yash Chopra: জীবনে অনেকটা ত্রাতার মতো এসেছিলেন বলিউডের তৎকালীন সেরা সুন্দরী অভিনেত্রী। যিনি একা হাতে ঘুরিয়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকের ভাগ্যের চাকা।
ভারতীয় হিন্দি ছবির দুনিয়ায় বিশেষ স্থান রয়েছে যশ চোপড়ার। আর এক সময় নিজের ছবির মাধ্যমে ইউরোপের সৌন্দর্য এমন ভাবে তুলে ধরেছেন যে, সেখানে পর্যটনের মাত্রা পর্যন্ত বেড়ে গিয়েছে। বলিউডকে প্রচুর সুপারহিট ছবি উপহার দিয়েছেন। আর প্রযোজনা সংস্থার যে বীজ বপন করেছিলেন, তা আজ মহীরুহের আকার ধারণ করেছে। তবে এহেন নামকরা পরিচালকের জীবনেও কিন্তু ছিল স্ট্রাগলের অধ্যায়। তবে নিজের কঠোর এবং অক্লান্ত পরিশ্রমে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন।
advertisement
বহু সময় বড় ঝুঁকি নিতেও পিছপা হননি তিনি। একদা প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন যশ চোপড়া। বক্স অফিসে টানা চারটি ছবিতে ধস। ব্যাঙ্কে নেই টাকা। প্রযোজনা সংস্থায় তালা ঝুলব-ঝুলব করছে। এই সময়ই তাঁর জীবনে অনেকটা ত্রাতার মতো এসেছিলেন বলিউডের তৎকালীন সেরা সুন্দরী অভিনেত্রী। যিনি একা হাতে ঘুরিয়ে দিয়েছিলেন পরিচালক-প্রযোজকের ভাগ্যের চাকা। তিনি আর কেউ নন, শ্রীদেবী।
advertisement
advertisement
advertisement
advertisement
এই ছবিতে শ্রীদেবীর পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিনোদ খান্না, ঋষি কাপুর, ওয়াহিদা রহমান এবং অনুপম খের। ‘চাঁদনি’ ছবি তৈরি হয়েছিল মাত্র ৮ কোটি টাকা বাজেটে। তবে মুক্তির পরে দেখা যায় যে, এই ছবির কালেকশন ২৭.২ কোটি টাকা। এই ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি যশ চোপড়াকে। এমনকী তাঁর কেরিয়ারে সৌভাগ্য বয়ে এনেছিল ‘চাঁদনি’। এরপর থেকে একের পর এক হিট ছবি ধারাবাহিক ভাবে উপহার দিয়ে গিয়েছেন যশ চোপড়া।