এই ঘটনায় অসম থেকে ধৃত যুবকের নাম প্রকাশ বর্মন। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরেই জানা যায় আসল ঘটনা। নিউ কোচবিহার স্টেশনের কাছে বাইশগুড়ি এলাকাতে যেই জঙ্গলে নিরাপত্তা কর্মীর ব্যাগ লুকিয়ে রেখেছিল, তার কাছের জঙ্গলে লুকিয়ে রেখেছিল দুটি আগ্নেয়াস্ত্র। অভিযুক্ত অন্য আরেকটি ট্রেনে চেপে অসমে চলে গিয়েছিল বলে জানা গিয়েছে। দুটি আগ্নেয়াস্ত্র রেল পুলিশ উদ্ধার করেছে৷ অভিযুক্তকে কোচবিহার পুলিশের হাতে তুলে দেওয়া হবে৷ পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবে।
advertisement
আরও পড়ুন: CCTV থেকে অফিসারদের ডাইরি, বুথ-রহস্য নিয়ে আদালতে একজোট CPIM-BJP!
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা ফেরার পথে ট্রেনে ফিরছিলেন। অসম থেকে ফেরার পথেই নিউ কোচবিহার স্টেশনে ঢোকার মুখে এক অফিসার তার সিটের কাছে ব্যাগ রেখে বাথরুমে যান। কিন্তু ফিরে এসে দেখেন তার ব্যাগ নেই। এ বিষয়ে নিউ কোচবিহার স্টেশনে লিখিত অভিযোগ জানানো হয় নিরাপত্তা রক্ষীর তরফে। রেল পুলিশ বুধবার রাতে তল্লাশি চালায় নিউ কোচবিহার স্টেশনে।
আরও পড়ুন: দলনেতা ফিরহাদ, ডেপুটি অতীন, কলকাতার নতুন মেয়র পারিষদ হলেন যাঁরা...
জানা গিয়েছে, আজও তল্লাশি চলে বাইশগুড়ি এলাকায়। ব্যাগের মধ্যে দু’টি পিস্তল এবং মোবাইল ফোন ছিল। পিস্তলের মধ্যে কার্তুজও ভর্তি ছিল বলে জানা গিয়েছে। সেগুলি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য আসেনি।