#কলকাতা: ফের কলকাতার মেয়র হলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ডেপুটি মেয়র করা হল অতীন ঘোষকে। সেইসঙ্গে চেয়ারম্যান করা হল সাংসদ মালা রায়কে। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পারিষদদের নাম ঘোষণা করেন। সেই তালিকা অনুযায়ী, মেয়র পারিষদে পুরনোদের মধ্যে বাদ গেলেন রতন দে। আর যাঁরা ফের জায়গা পেলেন, তাঁরা হলেন, তারক সিং, স্বপন সমাদ্দার, সন্দীপ বক্সী, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্যায়, জীবন সাহা, রাম পেয়ারে রাম, মিতালী বন্দ্যোপাধ্যায়, দেবাশিষ কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও দেবব্রত মজুমদার।
মেয়র ফিরহাদ হাকিম।
এদিন ওই বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''১৩৪ জনকেই অভিনন্দন। বিরোধীদের যারা জিতেছে, তাদেরও স্বাগত জানাচ্ছি। এই জয় তৃণমূলের নয়, তৃণমূলের সম্পর্ক মাটির সঙ্গে। অনেক অপপ্রচার হয়েছে, তবু সাধারণ মানুষ বিশ্বাস রেখেছেন, জাতিধর্ম ভেদে সকলে আমাদের উপর ভরসা রেখেছেন। তাঁদেরই জয় উৎসর্গ করছি। এবার কর্মযজ্ঞ শুরু হবে। দশ বছরের থেকেও বেশি কাজ করতে হবে।
আরও পড়ুন: মেয়র সেই ফিরহাদ, চেয়ারম্যান মালা রায়! কলকাতায় পুরনোতেই আস্থা মমতার
এবার বরো চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রেও মহিলাদের উপর বিশেষ নজর দিয়েছেন তৃণমূল নেত্রী। সেই সূত্রেই ১৬ বরোর মধ্যে ৯টি বরোর চেয়ারম্যান হয়েছেন মহিলা কাউন্সিলররা। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''১৬ বরোর মধ্যে ৯ বরো চেয়ারম্যান মহিলারা। খুব ভালো কাজ করুন। পুজা (পাঁজা), বসুন্ধরার (গোস্বামী) মতো বাচ্চা মেয়েরা জিতে এসেছে। আমি খুশি। সন্দীপন, রাণারা ইঞ্জিনিয়ারের কাজ ছেড়ে আসছে দলে। আমি চাই প্রতিযোগিতা হোক। নিজেদের ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করুন।''
আরও পড়ুন: ভোট-ভরাডুবি নাকি রাজ্য কমিটির 'ক্ষত', দিলীপ-সুকান্তদের দিল্লি-সফরে তুঙ্গে জল্পনা
নতুন কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ বার্তা, ''হাতে ৫ বছর আছে বলে, কাজ ফেলে রাখা যাবে না। প্রতি ছয় মাসে রিপোর্ট কার্ড দিতে হবে৷ কাজ না পারলে দল ও সরকার দেখবে৷ কথা কম বলে কাজ হবে। শুধু বিবৃতি দিয়ে দলের ক্ষতি করা যাবে না। বিজেপি-সিপিএমের মতো হবে না। প্রকৃত লোক যাতে কাজ পায় সেটা দেখতে হবে। সব কাজ এখন অনলাইনে হচ্ছে। পরিষেবার জন্য মানুষ যেন হ্যারাসমেন্ট না হয়।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Firhad Hakim, KMC Elections 2021 Result, Mamata Banerjee