তবে এদিন সাগরদিঘি উপ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা। দাবি করেন, "সাগরদিঘিতে টাকার খেলা হয়েছে।" দলীয় নেতৃত্বকে তাঁর বার্তা, তৃণমূল সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের পাশে রয়েছে, তাঁদের সাহায্য় করেছে, বর্তমানে বিরোধীরা তাঁদের ভুল বোঝানোর চেষ্টা করছে। সেটা সিএএ হোক ,বা অন্য যে কোনও ইস্যু নিয়ে হোক। তাই এ বিষয়ে আরও সতর্ক থাকতে হবে তাঁদের। ব্লকে ব্লকে গিয়ে কাজ করতে হবে। একটা ভোটের ফলাফল দেখে বসে থাকলে হবে না।
advertisement
প্রসঙ্গত, সাগরদিঘি উপ নির্বাচনে জয়ী বাইরন বিশ্বাস দাবি করেছিলেন, এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূল সমর্থকদের একাংশই তাঁকে ভোট দিয়ে জিতিয়েছেন। যদিও সাগরদিঘিতে হারের পিছনে গোষ্ঠীকোন্দল, প্রার্থী পছন্দ না হওয়ার মতো বিষয় উঠে এসেছে তৃণমূলের অন্তর্বর্তী ময়নাতদন্তে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে সিএএ, ইউনিফর্ম সিভিল কোড নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বকে জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে আগামী মাসে মুর্শিদাবাদ যাবেন তিনি। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে তাঁর বার্তা, "একটা ভোটের ফলে সব কিছু স্থির হয় না। প্রতি পঞ্চায়েত ও ব্লকে ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।"
