এদিন মমতা বলেন, ‘‘এর আগেও অনেক কাজ করেছি। কোচবিহার বর্ডার জেলা। আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনও মাতব্বরি মানা হবে৷ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে৷ পিএইচই’র কাজ চলছে। জলের লাইন এখন ৯৯ লাখ। এটা বাড়িয়ে ১ কোটি ৮৭ লাখ করার প্ল্যান রয়েছে৷’’
আরও পড়ুন : স্কুলে আসছে একাধিক নয়া নিয়ম, পুলকার-বাসের জন্য কঠোর ব্যবস্থা আনতে চলেছে রাজ্য সরকার
advertisement
এরপরেই মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, ‘‘BDO, SDO, BLO, DLO দের ওপর চাপ বাড়ছে। এটা ইচ্ছে করে করা হয়েছে যাতে উন্নয়ন ব্যাহত হয়। কিন্তু উন্নয়নমূলক কাজ করতে হবে। SIR নিয়ে কিছু সমস্যা হয়েছে। যাঁরা বিহারে ভোট দেয়নি, তাঁদের নাম কেন বাদ যাবে? যাঁরা পরিযায়ী শ্রমিক, তাঁদের পরিবারের সঙ্গে কথা বলুন। MAY I HELP YOU রাজ্য করছে। ১২ তারিখ থেকে শুরু৷’’
আরও পড়ুন : ‘যতদিন ইচ্ছে থাকতে পারেন,’ শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর
এদিন দেশজুড়ে চলমান ইন্ডিগো বিমান পরিষেবার ভয়ঙ্কর অবস্থা নিয়েও সরব হন তিনি৷ বলেন, ‘‘বিমান বন্ধ। মানুষ টিকিট কেটে যেতে পারছে না। আনপ্ল্যাণ্ড।’’ মমতার কথায়, ‘‘SDO, BDO-দের রাতের অন্ধকারে হুমকি দেওয়া হচ্ছে। SIR আনপ্ল্যাণ্ড। চাকরি খাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কেন তাড়াহুড়ো SIR এ? কিসের এতো পেটের ক্ষুধা। নাগরিকদের ভোট কেটে ডাবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় আনতে হবে। এটাই কি লক্ষ্য?’’
