বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রীর সংযোজন, ”ওরা একশ দিনের কাজের টাকা দেয়নি। আমি কাজ করিয়েছি রাজ্য সরকারের তরফে। আমি এক তারিখ অবধি অপেক্ষা করব। মানুষ কাজ করে টাকা পাবে না। আর তুমি অট্টালিকায় থাকবে তা হবে না। ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত যারা, তাদের নিয়ে আমি আলাদা মিটিং করব।”
advertisement
২০২১ সালে বিধানসভা ভোটের সময় শীতলকুচির ঘটনা নিয়েও তিনি বলেন, ”শীতলকুচির খুনি কী করে জামিন পায়? আমার এতে তীব্র আপত্তি আছে। আমি আদালতের ব্যাপারে কিছু বলছি না। কিন্তু আমার জাজমেন্ট নিয়ে আপত্তি আছে।”
আরও পড়ুন: কী হচ্ছে বিহারে.. এবার বিপাকে লালু প্রসাদ যাদব! হঠাৎ তলব ED-র, দিল্লি থেকে এল দল
ইতিমধ্যেই জেলায় জেলায় জনসংযোগ মূলক প্রোগ্রাম কর্মসূচি চলছে। পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচিও ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে শুধু কোচবিহার নয়, শিলিগুড়ির ভিডিওকন গ্রাউন্ডেও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। মূলত জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার একাংশকে নিয়ে এই পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে। জলপাইগুড়ি ও শিলিগুড়ির একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য, পর্যটন, পূর্ত, জনস্বাস্থ্য ও কারিগরি দফতর-সহ একাধিক দফতরের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।