TRENDING:

Mamata Banerjee GTA Meeting: পাহাড়ের DNA জানেন মমতা, প্রশংসা অনীতের! উন্নয়ন সামনেই, কী রফা হল GTA বৈঠকে?

Last Updated:

Mamata Banerjee GTA Meeting: ডেভেলপমেন্ট বোর্ড ও জিটিএ-র সঙ্গে পরামর্শ করে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। মমতা জানান, এক থেকে দেড় মাস সময় নেওয়া হচ্ছে। বিভিন্ন কাজ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: উত্তরবঙ্গ সফরে গিয়ে মঙ্গলবার জিটিএ নিয়ে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক ও জেলাপুলিশ সুপার, অনীত থাপা ও জিটিএ এক্সিকিউটিভরা ছিলেন এই বৈঠকে। মমতা জানান, পাহাড়ের উন্নয়ন নিয়ে কথা হয়েছে। তাঁর কথায়, “পাহাড়, তরাই, ডুয়ার্স আরও এগিয়ে যাক। এখানকার নিয়োগ নিয়ে ও কর্মসংস্থান নিয়ে কথা হয়েছে। স্কিল ডেভলপমেন্ট সেন্টার নিয়ে কথা হয়েছে। ট্রেনিং করানো হবে। ওয়েব পোর্টাল করা হবে। জেলাশাসকরা জায়গার সন্ধান দিচ্ছেন পিপিপি মডেলে হাব হবে। যেখানে বাজার, সিনেমা হল, কমিউনিটি সেন্টার, পার্কিং জায়গা হবে। আমরা সবাই মিলে সেই কাজ করব। যেখানে সেল্ফ হেল্প গ্রুপ থাকবে।”
পাহাড়ের DNA জানেন মমতা, প্রশংসা অনীতের! উন্নয়ন সামনেই, কী রফা হল GTA বৈঠকে?
পাহাড়ের DNA জানেন মমতা, প্রশংসা অনীতের! উন্নয়ন সামনেই, কী রফা হল GTA বৈঠকে?
advertisement

আরও পড়ুন- উধাও হবে সব রোগ! ঝরবে মেদ, মন থাকবে ফুরফুরে! শুধু হাঁটুন এই ‘৬-৬-৬’ নিয়মে! 

ডেভেলপমেন্ট বোর্ড ও জিটিএ-র সঙ্গে পরামর্শ করে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। মমতা জানান, এক থেকে দেড় মাস সময় নেওয়া হচ্ছে। বিভিন্ন কাজ করা হবে। পাহাড়ে বর্তমানে জিটিএ-তে ক্ষমতায় রয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।

advertisement

অনীত থাপা বলেন, “প্রত্যেক বোর্ড ও জিটিএর সদস্যরা ছিল এখানে। পাহাড়ের DNA মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। পাহাড়ে উন্নয়ন কী ভাবে করা যাবে তা নিয়ে আলোচনা হয়েছে। ট্যুরিজম ডেভেলপমেন্ট নিয়ে কথা হয়েছে। সব গ্রামে হোম স্টে করা হচ্ছে। পাহাড়ে শান্তি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। শুধু ভোট চাওয়ার বিষয় নয়।”

advertisement

আরও পড়ুন- স্নানের জল গায়ে পড়লেই প্রস্রাব করে ফেলেন? কেন হয় এমন? ‘সত্যিটা’ জানলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
বিথারীর খয়রা কালীর কৃপায় সেরেছিল মহামারি! দেবীর পুজোর অলৌকিক কাহিনি জানুন
আরও দেখুন

মমতা বলেন, “বোর্ড নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে, একটা মনিটরিং সেল খোলা হল। অনীত থাপা ও এল বি রাই সেটা দেখবে। জেলাশাসক দেখবে। চা বাগানে পাট্টা দেওয়া হচ্ছে। যেখানে জমি আছে সেখানে দেওয়া হবে। গোপাল লামাকে তামাং বোর্ডের দায়িত্ব দেওয়া হল।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee GTA Meeting: পাহাড়ের DNA জানেন মমতা, প্রশংসা অনীতের! উন্নয়ন সামনেই, কী রফা হল GTA বৈঠকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল