Urination Habit: স্নানের জল গায়ে পড়লেই প্রস্রাব করে ফেলেন? কেন হয় এমন? 'সত্যিটা' জানলে অবাক হবেন

Last Updated:
Urination Habit Under Shower: স্নান করার সময় প্রস্রাবের বেগ আসে? কেন এমন হয় জল গায়ে পড়লে? জেনে নিন আসল কারণ।
1/9
শাওয়ারের নীচে দাঁড়ালেই প্রস্রাবের বেগ চলে আসে? করেও ফেলেন? ঠিক করছেন না ভুল? সুইমিং পুলে নেমে প্রস্রাব করার ‘গুপ্ত’ অভ্যাসও অনেকের থাকে। তবে চিকিৎসকেরা বলছেন, এমন সব নিতান্ত সাধারণ, তুচ্ছ অভ্যাসই শারীরিক বহু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
শাওয়ারের নীচে দাঁড়ালেই প্রস্রাবের বেগ চলে আসে? করেও ফেলেন? ঠিক করছেন না ভুল? সুইমিং পুলে নেমে প্রস্রাব করার ‘গুপ্ত’ অভ্যাসও অনেকের থাকে। তবে চিকিৎসকেরা বলছেন, এমন সব নিতান্ত সাধারণ, তুচ্ছ অভ্যাসই শারীরিক বহু সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
advertisement
2/9
মূত্র ত্যাগ করা স্বাস্থ্যকর। আমরা যে প্রস্রাব করি তাতে ইলেক্ট্রোলাইট এবং ইউরিয়ার মতো স্বাস্থ্যকর উপাদান থাকে। এতে ব্যাকটেরিয়াও কম থাকে। তাই প্রস্রাব করলে তা থেকে কোনও সংক্রমণ হয় না।
মূত্র ত্যাগ করা স্বাস্থ্যকর। আমরা যে প্রস্রাব করি তাতে ইলেক্ট্রোলাইট এবং ইউরিয়ার মতো স্বাস্থ্যকর উপাদান থাকে। এতে ব্যাকটেরিয়াও কম থাকে। তাই প্রস্রাব করলে তা থেকে কোনও সংক্রমণ হয় না। কিন্তু সমস্যা অন্যত্র।
advertisement
3/9
অরল্যান্ডো হেলথ সাউথ লেক হাসপাতালের ইউরোলজিক এবং রোবোটিক সার্জন জামিন ব্রহ্মভট্ট জানান, স্নানের সময় প্রস্রাবের বেগ আসা খুব স্বভাবিক বিষয়। তবে প্রস্রাব সম্পূর্ণ জীবাণুমুক্ত নয়। গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের মূত্রাশয়ে সংক্রমণ ঘটাতে পারে এমন অনেক ব্যাকটেরিয়া বাস করে প্রস্রাবের মধ্যেই। এছাড়া অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন থাকে প্রস্রাবে, এর প্রভাবে ক্ষয়ে যেতে পারে শৌচাগারের মেঝে। তাই চিকিৎসকের মতে, প্রস্রাব ইউরিনাল টাবের মধ্যে বা যথাস্থানেই করা ভাল।
অরল্যান্ডো হেলথ সাউথ লেক হাসপাতালের ইউরোলজিক এবং রোবোটিক সার্জন জামিন ব্রহ্মভট্ট জানান, স্নানের সময় প্রস্রাবের বেগ আসা খুব স্বভাবিক বিষয়। তবে প্রস্রাব সম্পূর্ণ জীবাণুমুক্ত নয়। গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের মূত্রাশয়ে সংক্রমণ ঘটাতে পারে এমন অনেক ব্যাকটেরিয়া বাস করে প্রস্রাবের মধ্যেই। এছাড়া অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন থাকে প্রস্রাবে, এর প্রভাবে ক্ষয়ে যেতে পারে শৌচাগারের মেঝে। তাই চিকিৎসকের মতে, প্রস্রাব ইউরিনাল টাবের মধ্যে বা যথাস্থানেই করা ভাল।
advertisement
4/9
মাথা থেকে গা বেয়ে জল গড়িয়ে পড়তেই পেট ফেটে যাওয়ার উপক্রম! ভিজে গায়ে ছুটে গিয়ে কমোডে না বসে, জলের অপচয় আটকাতে শাওয়ারের তলায় দাঁড়িয়েই ‘মূত্র বিসর্জন’ করে ফেলেন অনেকে। কেন হয় এমন? জানেন?
মাথা থেকে গা বেয়ে জল গড়িয়ে পড়তেই পেট ফেটে যাওয়ার উপক্রম! ভিজে গায়ে ছুটে গিয়ে কমোডে না বসে, জলের অপচয় আটকাতে শাওয়ারের তলায় দাঁড়িয়েই ‘মূত্র বিসর্জন’ করে ফেলেন অনেকে। কেন হয় এমন? জানেন?
advertisement
5/9
স্ত্রীরোগ চিকিৎসক শৈলী শর্মা বলেন, “একই সঙ্গে স্নান এবং প্রস্রাব করার অভ্যাসে ক্ষতিগ্রস্ত হয় তলপেটের পেশি। মূত্রথলি পুরোপুরি ফাঁকা হয় না। জমে থাকা প্রস্রাব থেকে সংক্রমণ হতে পারে। পরবর্তী কালে মূত্রথলি এবং মূত্রনালিতে পাথর জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এই সমস্যা মূলত মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়।”
স্ত্রীরোগ চিকিৎসক শৈলী শর্মা বলেন, “একই সঙ্গে স্নান এবং প্রস্রাব করার অভ্যাসে ক্ষতিগ্রস্ত হয় তলপেটের পেশি। মূত্রথলি পুরোপুরি ফাঁকা হয় না। জমে থাকা প্রস্রাব থেকে সংক্রমণ হতে পারে। পরবর্তী কালে মূত্রথলি এবং মূত্রনালিতে পাথর জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তবে এই সমস্যা মূলত মহিলাদের ক্ষেত্রেই দেখা যায়।”
advertisement
6/9
মনোবিদেরা বলছেন, শাওয়ার থেকে পড়া জলের শব্দ এবং মূত্রত্যাগের সঙ্গে মানসিক পরিবর্তনেরও যোগ রয়েছে। যেমন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে মূত্রত্যাগ করার পরেও জলের ‘হিসিং’ শব্দ শুনে বারংবার প্রস্রাব করার ইচ্ছা জাগতে পারে। এমনকি প্রস্রাব ধরে রাখতেও নারী-পুরুষ নির্বিশেষে সমস্যা হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ব্লাডার স্প্যাজ়ম’ বলা হয়।
মনোবিদেরা বলছেন, শাওয়ার থেকে পড়া জলের শব্দ এবং মূত্রত্যাগের সঙ্গে মানসিক পরিবর্তনেরও যোগ রয়েছে। জলের শব্দ শুনে বারংবার প্রস্রাব করার ইচ্ছা জাগতে পারে। এমনকি প্রস্রাব ধরে রাখতেও নারী-পুরুষ নির্বিশেষে সমস্যা হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে ‘ব্লাডার স্প্যাজ়ম’ বলা হয়।
advertisement
7/9
দীর্ঘ দিন ধরে স্নান করতে করতে প্রস্রাব করার অভ্যাস তলপেটের পেশির কার্যক্ষমতা দুর্বল করে দেয়। ফলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে, পুরুষদের শারীরিক গঠনই এমন, যা দাঁড়িয়ে মূত্রত্যাগ করার পক্ষে সহায়ক। কিন্তু, মহিলাদের ক্ষেত্রে সে সুবিধা না থাকায় মূত্রথলি বা মূত্রনালি সংক্রান্ত শরীরের অভ্যন্তরীণ সমস্যায় ভোগার আশঙ্কা তাঁদের ক্ষেত্রেই বেশি।
দীর্ঘ দিন ধরে স্নান করতে করতে প্রস্রাব করার অভ্যাস তলপেটের পেশির কার্যক্ষমতা দুর্বল করে দেয়। ফলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে, পুরুষদের শারীরিক গঠনই এমন, যা দাঁড়িয়ে মূত্রত্যাগ করার পক্ষে সহায়ক। কিন্তু, মহিলাদের ক্ষেত্রে সে সুবিধা না থাকায় মূত্রথলি বা মূত্রনালি সংক্রান্ত শরীরের অভ্যন্তরীণ সমস্যায় ভোগার আশঙ্কা তাঁদের ক্ষেত্রেই বেশি।
advertisement
8/9
পরিচ্ছন্নতার দিক থেকে চিন্তা করলেও পুরুষ এবং মহিলা, উভয়ের ক্ষেত্রেই বিষয়টি এক। প্রস্রাবের মধ্যে নানা রকম ব্যাক্টেরিয়া এবং অ্যামোনিয়া থাকে। অ্যামোনিয়া স্নানঘরের মেঝেতে দুর্গন্ধ ছড়ায় আর ব্যাক্টেরিয়াও বাসা বাঁধতে পারে।
পরিচ্ছন্নতার দিক থেকে চিন্তা করলেও পুরুষ এবং মহিলা, উভয়ের ক্ষেত্রেই বিষয়টি এক। প্রস্রাবের মধ্যে নানা রকম ব্যাক্টেরিয়া এবং অ্যামোনিয়া থাকে। অ্যামোনিয়া স্নানঘরের মেঝেতে দুর্গন্ধ ছড়ায় আর ব্যাক্টেরিয়াও বাসা বাঁধতে পারে।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement