আরও পড়ুন: করণ জোহরের হাত ধরে বলিউডে আরেক স্টারকিড, দেখুন নতুন নায়িকা শানায়া কাপুরকে!
অপরদিকে, ওয়েবকুপার ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের ইউনিটের অধ্যাপক অধ্যাপিকা উত্তরপ্রদেশের বারাণসীতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা ও বিক্ষোভ দেখানো প্রতিবাদে শবর হয়েছেন। এদিন কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা বুকে কলো ব্যাচ পরে প্রতিবাদ জানান। এদিন প্রায় ২০ জন অধ্যাপক-অধ্যাপিকারা উপস্থিত হয়েছিলেন প্রতিবাদ সভাতে।
advertisement
ওয়েবকুপার সুকান্ত মহাবিদ্যালয় ইউনিটের কনভেনার জয়া কেপচাকি জানান আগামীকাল উত্তরপ্রদেশের বারাণসীতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর যেভাবে আক্রমণ ও কালো পতাকা দেখানো হয়েছে তার প্রতিবাদে আমরা আজ সবর হয়েছি, আমরা এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই।
আরও পড়ুন: দীপিকার প্রাক্তন নীহারকে একবার ঘুষি মেরেছিলেন রণবীর কাপুর! কেন জানেন?
কৌশিক রায় তৃণমূল ছাত্র পরিষদ এর ছাত্র নেতা জানান, গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে বারাণসীতে যাবার পথে যোগী আদিত্য নাথের গুন্ডাবাহিনীরা মুখ্যমন্ত্রী কে কালো পতাকা দেখান এবং বিক্ষোভ দেখান। আজ আমরা যোগী আদিত্য নাথের গুণ্ডাবাহিনীর কর্মকাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল বার করি।আজ সুকান্ত মহাবিদ্যালয় ইউনিট কমিটির সদস্যরা এবং ছাত্রছাত্রীরা মিলে একটি বিশাল মিছিল আমরা বের করি। এই মিছিলটি সুকান্ত মহাবিদ্যালয় কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে রাজ্য সড়ক ধরে পরিক্রমা করে সুকান্ত মহাবিদ্যালয় ২ নাম্বার গেটে শেষ করা হয়। আমরা যোগী আদিত্য নাথ এর গুন্ডাবাহিনী কার্যকলাপ কে ধিক্কার জানাই।
শেখ রকি চৌধুরী