মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আমি ডুয়ার্স থেকে এবার নেতাজী জন্ম জয়ন্তী পালন করব। শহর ও পাহাড় থেকে অনেকবার করেছি। এবার ডুয়ার্সে থেকে করব।’’
উত্তরবঙ্গে তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়ছে। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ফলাফলে ব্যাপক সাফল্য পেয়েছে জোড়াফুল। মুখ্যমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে আরও বেশি জনসংযোগ করার চেষ্টা তৃণমূলের। লোকসভায় কোচবিহার আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আবার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনেও জয় পেয়েছে তারা। এই অবস্থায় উত্তরের জেলাগুলির জন্য একাধিক ঘোষণা আজ থাকতে পারে মুখ্যমন্ত্রীর সভায়।
advertisement
বুধবার আলিপুরদুয়ার শহরে একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠানে বিভিন্ন জনকল্যাণমুখী পরিষেবা প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেবেন। জানা গিয়েছে, এই অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী প্রায় আট হাজার চা শ্রমিককে জমির পাট্টা দিতে চলেছেন। এ ছাড়া, কয়েকশো চা শ্রমিক পাবেন চা সুন্দরী প্রকল্পের ঘর।
আরও পড়ুন– স্নান করার সময় প্রস্রাব হচ্ছে? এটা কি কোনও গুরুতর রোগ? আসল সত্যটা জানলে চমকে যাবেন
মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ বিশেষ বিমানে হাসিমারার বায়ুসেনার ছাউনিতে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে বিকাল সাড়ে তিনটা নাগাদ মালঙ্গি বনবাংলোতে তিনি পৌঁছন। মাঝে হাসিমারা গুরুদ্বার-সহ একাধিক জায়গায় মুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড়ায়।
আলিপুরদুয়ার জেলায় ২০২১ সালে বিধানসভা ভোটের ফল ছিল অত্যন্ত খারাপ। পাঁচ আসনেই হেরে যায় শাসক দল। পরবর্তী সময়ে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল যোগ দেন তৃণমূল কংগ্রেসে। লোকসভায় অবশ্য অনেক ব্যবধান কমিয়ে ফেলেছে তৃণমূল। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনেও জয় পেয়েছে তারা ।