Bath: স্নান করার সময় প্রস্রাব হচ্ছে? এটা কি কোনও গুরুতর রোগ? আসল সত্যটা জানলে চমকে যাবেন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
স্নানের সময় কেন প্রস্রাব হয়? বহু গবেষক জানিয়েছেন যে, যখন ঠান্ডা জল আমাদের শরীরে ঢালা হয়, তখন আমাদের শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। এই সময় ব্লাড প্রেশার বাড়তে থাকে। আর তা স্বাভাবিক রাখার জন্য কিডনি আরও বেশি ফ্লুইড ফিল্টার করতে শুরু করে।
অনেক সময় আমরা লক্ষ্য করি যে, স্নানের সময় শরীরে জল পড়ামাত্রই যেন প্রস্রাব হতে শুরু করে। আসলে বহু বিষয়ই আজকাল ইন্টারনেটে ভাইরাল হয়। যেখানে ভুলভাল দাবি করা হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেন যে, স্নান করার সময় প্রস্রাব করা কিন্তু কোনও রোগের ইঙ্গিত। যা বহু মানুষের মনে উদ্বেগের প্রশ্ন তৈরি করেছে। Photo: Instagram
advertisement
advertisement
অস্ট্রেলিয়ার ওয়েবসাইট ‘দ্য কনভার্সেশন’-এ চিকিৎসকরা জানিয়েছেন যে, একটি নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মস্তিষ্ক এবং মূত্রথলির মধ্যে একটা অবিরাম সংযোগ থাকে। এই নেটওয়ার্ককে ব্রেন-ব্লাডার অ্যাক্সিস বলে ডাকা হয়। এই সিস্টেমটি আমাদের মূত্রত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তোলে। আমাদের মনে মূত্রত্যাগের অনুভূতি জাগ্রত করে।
advertisement
advertisement
স্নানের সময় কেন প্রস্রাব হয়? বহু গবেষক জানিয়েছেন যে, যখন ঠান্ডা জল আমাদের শরীরে ঢালা হয়, তখন আমাদের শরীরের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। এই সময় ব্লাড প্রেশার বাড়তে থাকে। আর তা স্বাভাবিক রাখার জন্য কিডনি আরও বেশি ফ্লুইড ফিল্টার করতে শুরু করে। এই প্রক্রিয়াটিকে ইমারশন ডাই-ইউরেসিস বলে ডাকা হয়। Representative Image
advertisement
advertisement
এই কারণে শাওয়ারের তলায় দাঁড়ালেই প্রস্রাব বেরিয়ে আসতে থাকে: বহু মানুষেরই প্রস্রাব করতে সমস্যা হতে পারে। কিন্তু শাওয়ারের তলায় দাঁড়ালেই অনায়াসে মূত্রত্যাগ করে ফেলে। ২০১৫ সালের এক গবেষণায় দেখা গিয়েছে যে, যেসব পুরুষের মূত্রত্যাগজনিত সমস্যা রয়েছে, তাঁরা বহমান জলের আওয়াজ শুনলে রিল্যাক্সড অনুভব করেন। যার ফলে সহজেই মূত্র নির্গমন হয়। যদিও চিকিৎসকদের মতে, স্নানের সময় মূত্রত্যাগ একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। আর এটা কোনও রোগের উপসর্গ বা ইঙ্গিত নয়। এই পরিস্থিতিতে মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তারপরেও যদি মূত্রত্যাগজনিত সমস্যা হতে থাকে, তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে। Representative Image
advertisement