TRENDING:

Mamata Banerjee on win in Siliguri: অধরা শিলিগুড়ি জয়েই সবথেকে খুশি মমতা, কী বললেন তৃণমূলনেত্রী?

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে সবুজ ঝড় উঠলেও শিলিগুড়ি পুরনিগম এলাকায় বিজেপি-র ফল ছিল চমকপ্রদ (Siliguri)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চার পুরনিগমের মধ্যে অধরা শিলিগুড়িতে জয়েই সবথেকে বেশি উছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীর দাবি, শিলিগুড়ি (Siliguri) সহ উত্তরবঙ্গের মানুষ লোকসভা বা বিধানসভা ভোটে করা নিজেদের ভুল বুঝতে পারছেন৷ জয়ের জন্য শিলিগুড়িতে দলের নেতা গৌতম দেবকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলনেত্রী৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

তিন বার রাজ্যের ক্ষমতা দখল করলেও এখনও পর্যন্ত শিলিগুড়ি পুরনিগম ছিল তৃণমূলের কাছে অধরা৷ ২০০৯ সালে তৃণমূল এবং কংগ্রেস জোট শিলিগুড়িতে জয়ী হয়েছিল৷ কিন্তু পরবর্তী সময়ে মেয়র পদ ঘিরে বিবাদে জোট ভেঙে যায়৷ সেই সুযোগে কংগ্রেসের সমর্থনে শিলিগুড়ির পুরবোর্ড দখল করে নেয় বামেরা৷ এর পর ২০১৫ সালেও বামেরা শিলিগুড়ি পুরসভা দখল করে৷ সেবার নির্দলের সমর্থন নিয়েই ম্যাজিক ফিগার ২৪-এ পৌঁছে গিয়েছিল বামেরা৷

advertisement

আরও পড়ুন: '২৭ তারিখের পুরভোটেও কেউ আইন হাতে নেবেন না', বড় জয়েও দলকে কড়া বার্তা মমতার

২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি তৃণমূল৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে সবুজ ঝড় উঠলেও শিলিগুড়ি পুরনিগম এলাকায় বিজেপি-র ফল ছিল চমকপ্রদ৷ পরাজিত হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী গৌতম দেবও৷ শিলিগুড়ি পুরনিগম এলাকার ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৬টিতেই এগিয়ে ছিল বিজেপি৷ ফলে শিলিগুড়িতে ভাল ফলের আশায় ছিল বিরোধীরা৷ যদিও সব অঙ্ক উল্টে দিয়ে এবারে একক ভাবেই শিলিগুড়ি দখল করল তৃণমূল৷

advertisement

শিলিগুড়িতে জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'লোকসভায় উত্তরবঙ্গে সব সিট বিজেপি পেয়েছিল৷ বিধানসভাতেও শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অনেক সিটে আমরা হেরেছিলাম৷ উত্তরবঙ্গের মানুষকে একতরফা ভাবে ভুল বোঝানো হয়৷ বিভ্রান্তিমূলক প্রচার করা হয়৷ জাতিতে জাতিতে ভেদাভেদ করা হয়৷ মানুষ যত তাড়াতাড়ি এই ভুল বুঝতে পারবে আরও ভাল৷'

আরও পড়ুন: দলীয় কাজের জন্যে দক্ষিণ কলকাতায় নতুন বাড়ির খোঁজ শুরু তৃণমূলের

advertisement

শিলিগুড়ির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ' শিলিগুড়িতে একদিকে জঙ্গল আছে চা বাগান আছে৷ রাজবংশী, নেপালি, সংখ্যালঘু সবাই আছে৷ সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে৷ সবাইকে আমার ধন্যবাদ৷ গৌতম দেবের দায়িত্ব আরও বেড়ে গেল৷ আমি চাই ও আরও ভাল করে কাজ করুক৷'

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এ দিনই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ তার আগে শিলিগুড়ি পুরনিগমে জয় তাঁর কাছে নিঃসন্দেহে বড় উপহার৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on win in Siliguri: অধরা শিলিগুড়ি জয়েই সবথেকে খুশি মমতা, কী বললেন তৃণমূলনেত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল