TRENDING:

Mamata Banerjee on SIR: ‘আমার গলা কেটে দিতে পারেন, কিন্তু...,’ উত্তরবঙ্গ থেকে ফের সুর চড়ালেন মমতা! বললেন, ‘সুপার এমারজেন্সি’

Last Updated:

এদিন গোটা বিষয়টিকে ‘সুপার এমারজেন্সি’ হিসাবে আখ্যা দিয়ে সব রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান মমতা৷ এদিন উত্তরবঙ্গের একটি প্রশাসনিক বৈঠকে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশন সমস্ত আধিকারিকদের ব্যস্ত করে রেখেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গত মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া অর্থাৎ, এসআইআর৷ শুরু থেকেই যা ঘিরে উদ্বেগ এবং উষ্মাপ্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিহারে এসআইআর শুরুর সময়েই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য সেখানে থাকা মুখ্যমন্ত্রী ডেকেছিলেন সাংবাদিক বৈঠক৷ বঙ্গে এসআইআর শুরুর দিনও মিছিলে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে৷ তাঁর বাড়িতে এনুমারেশন ফর্ম এলেও মমতা জানিয়েছেন, ‘যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন, আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি এবং করবও না৷’ সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে সেখানেও বক্তৃতা করার সময় এসআইআর নিয়ে একই রকম কড়া প্রতিক্রিয়া জানাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷
News18
News18
advertisement

এদিন গোটা বিষয়টিকে ‘সুপার এমারজেন্সি’ হিসাবে আখ্যা দিয়ে সব রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান মমতা৷ এদিন উত্তরবঙ্গের একটি প্রশাসনিক বৈঠকে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশন সমস্ত আধিকারিকদের ব্যস্ত করে রেখেছে৷ আগামী ৩ মাস তাঁর আর কোনও কাজই করতে পারছেন না৷ এতে সরকারের প্রশাসনিক কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে৷ সেই কারণে গোটা প্রক্রিয়া স্থগিত করার দাবি তোলেন মমতা৷

advertisement

আরও পড়ুন: তিরুপতির প্রসাদের লাড্ডু, তাতেই মিশত সাউথ কোরিয়া থেকে আসা রাসায়নিক! অবশেষে ফাঁস চক্র

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা ইচ্ছাকৃতভাবে মানুষকে কালিমালিপ্ত করা! এতগুলো মানুষ মারা গিয়েছে, নির্বাচন কমিশনের কাছ থেকে একবারের জন্যেও দুঃখপ্রকাশের কথা জানানো হয়নি৷ এরপরেই মমতার উক্তি, ‘‘আমাকে জেলে পাঠাতে পারেন, অথবা গলাও কেটে দিতে পারেন, কিন্তু, একটাও প্রকৃত ভোটারের নাম কাটবেন না৷’’

advertisement

আরও পড়ুন: ‘বিহার স্টার্টআপ চায়, ‘হ্যান্ডস আপ’ নয়’, নির্বাচনী সভায় গিয়ে RJD-কে একহাত মোদির

সেরা ভিডিও

আরও দেখুন
অসম্ভব নিয়ন্ত্রণ! মুগ্ধ করা জাগলিং, এবার বাঁকুড়া কাপালেন জাগলার বিপাশা বৈষ্ণব
আরও দেখুন

২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ ভোটের আগে এই ভাবে এসআইআর করাকে ‘ভোটবন্দি’ তকমা দিয়েছেন মমতা৷ এদিন জিএসটি-কেও ‘ব্লান্ডার’অর্থাৎ বিরাট ভুল বলে দাবি করে জিএসটি তুলে নেওয়ার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on SIR: ‘আমার গলা কেটে দিতে পারেন, কিন্তু...,’ উত্তরবঙ্গ থেকে ফের সুর চড়ালেন মমতা! বললেন, ‘সুপার এমারজেন্সি’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল