এদিন গোটা বিষয়টিকে ‘সুপার এমারজেন্সি’ হিসাবে আখ্যা দিয়ে সব রাজ্যে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান মমতা৷ এদিন উত্তরবঙ্গের একটি প্রশাসনিক বৈঠকে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশন সমস্ত আধিকারিকদের ব্যস্ত করে রেখেছে৷ আগামী ৩ মাস তাঁর আর কোনও কাজই করতে পারছেন না৷ এতে সরকারের প্রশাসনিক কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে৷ সেই কারণে গোটা প্রক্রিয়া স্থগিত করার দাবি তোলেন মমতা৷
advertisement
আরও পড়ুন: তিরুপতির প্রসাদের লাড্ডু, তাতেই মিশত সাউথ কোরিয়া থেকে আসা রাসায়নিক! অবশেষে ফাঁস চক্র
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এটা ইচ্ছাকৃতভাবে মানুষকে কালিমালিপ্ত করা! এতগুলো মানুষ মারা গিয়েছে, নির্বাচন কমিশনের কাছ থেকে একবারের জন্যেও দুঃখপ্রকাশের কথা জানানো হয়নি৷ এরপরেই মমতার উক্তি, ‘‘আমাকে জেলে পাঠাতে পারেন, অথবা গলাও কেটে দিতে পারেন, কিন্তু, একটাও প্রকৃত ভোটারের নাম কাটবেন না৷’’
আরও পড়ুন: ‘বিহার স্টার্টআপ চায়, ‘হ্যান্ডস আপ’ নয়’, নির্বাচনী সভায় গিয়ে RJD-কে একহাত মোদির
২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন৷ ভোটের আগে এই ভাবে এসআইআর করাকে ‘ভোটবন্দি’ তকমা দিয়েছেন মমতা৷ এদিন জিএসটি-কেও ‘ব্লান্ডার’অর্থাৎ বিরাট ভুল বলে দাবি করে জিএসটি তুলে নেওয়ার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
