এই পরিস্থিতিতে শিলিগুড়িতে বিজয়না সম্মিলনীর মঞ্চ থেকে অখণ্ড বাংলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মমতা বলেন, 'উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়েই বাংলা৷ উত্তরবঙ্গে তো মনে হয় আমিই সবথেকে বেশি বার আসি৷ অন্তত দু' মাসে একবার তো আসতেই হয়৷' এর পরেই উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক নতুন সেতু সহ রাজ্য সরকার কী কী করেছে, তার খতিয়ানও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও ভাগাভাগি নয়৷ সবাই ভালভাবে কাজ করুন৷ কোনও বঙ্গ ভঙ্গ নয়, আমরা চাই বঙ্গ সঙ্গ৷'
advertisement
আরও পড়ুন: 'আমি নই, টাটাকে তাড়িয়েছে সিপিএম!' সিঙ্গুর নিয়ে বিস্ফোরক দাবি মমতার
বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পর্যটনের আরও প্রসার ঘটানোর উপরে জোর দেন৷ পাহাড়ে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পর্যটন কেন্দ্রগুলির আরও সম্প্রসারণ ঘটানো যায়, সে বিষয়েও তিনি জিটিএ চেয়ারম্যান অনীত থাপাকে প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
২০১১ সালে ক্ষমতায় এলেও উত্তরবঙ্গে বার বারই কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে তৃণমূলকে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিপর্যয় হয় রাজ্যের শাসক দলের৷ কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল অনেকটাই ঘুরে দাঁড়ায়৷ কিন্তু তাতে আত্মতুষ্ট হতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়৷
কারণ পঞ্চায়েত নির্বাচন তো বটেই, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি যে ফের একবার পৃথক উত্তরবঙ্গ, গোর্খাল্যান্ডের দাবি তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করতে পারে, তা তিনিই ভালই জানেন৷ তাই এখন থেকেই উন্নয়ন এবং সরকারি পরিষেবার মাধ্যমে বিজেপি-র এই রাজনৈতিক অস্ত্র ভোঁতা করে দিতে মরিয়া মমতা৷