Mamata Banerjee on TATA: 'টাটাকে আমি তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম!' সিঙ্গুর নিয়ে বিস্ফোরক দাবি মমতার

Last Updated:
সিঙ্গুরে টাটা প্রকল্প ভেস্তে যাওয়া নিয়ে সিপিএমকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সিঙ্গুরে টাটা প্রকল্প ভেস্তে যাওয়া নিয়ে সিপিএমকে দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
#শিলিগুড়ি: তিনি নন, টাটাকে রাজ্য ছাড়া করেছে সিপিএম৷ এ দিন শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ জোর করে জমি দখল করতে গিয়েই শেষ পর্যন্ত সিঙ্গুরে টাটার গাড়ি কারখানা প্রকল্প ভেস্তে গিয়েছে৷
এ দিন শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই তিনি বলেন, 'কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে৷ আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, আর টাটা এখন চাকরি দিচ্ছে৷ আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে৷ আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন৷ আমরা জমি ফেরত দিয়েছি৷ জায়গার তো অভাব নেই৷ জোর করে কেন জমি নেব? আমরা এত প্রোজেক্ট করেছি, কোথাও তো জোর করে জমি নিইনি৷ এই কাওয়াখালিতে এত সমস্যা ছিল, আমরা মিটিয়ে দিয়েছি৷
advertisement
advertisement
এর পরেই শিল্পপতিদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এখানে যাঁরা ব্যবসায়ী আছেন, আমরা কারও সঙ্গে বৈষম্য করতে চাই না৷ আমি চাই সবাই বাংলায় বিনিয়োগ করে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করুক৷ আমরা কারও চাকরি বন্ধ করব না, কারও চকরি খাবো না৷ এমন বিজনেস করে দেব, চাকরি চাইতে হবে না, ডেকে নিয়ে যাবে৷ বাংলার ছেলেরা এত মেধাবী৷'
advertisement
আরও পড়ুন: 'কোনও ভাগাভাগি নয়, উত্তর-দক্ষিণ মিলিয়েই বাংলা!' শিলিগুড়িতে বড় বার্তা মমতার
সিঙ্গুরে টাটার ন্যানো কারখানার জন্য জমি অধিগ্রহণ করে তৎকালীন বামফ্রন্ট সরকার৷ ২০০৬ সালে জমি ঘেরার কাজ শুরু হওয়ার সময় থেকেই অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একটানা ২৬ দিন অনশনও করেন মমতা৷ দীর্ঘ টানাপোড়েনের পর ২০০৮ সালের ৭ অক্টোবর সিঙ্গুর প্রকল্প বাতিল করার কথা জানিয়ে দেন টাটা গোষ্ঠীর তৎকালীন চেয়ারম্যান রতন টাটা৷ পশ্চিমবঙ্গ থেকে টাটাদের ন্যানো কারখানার প্রকল্প সরিয়ে যায় গুজরাতের সানন্দে৷
advertisement
টাটাদের রাজ্য ছাড়া করে বাংলার শিল্প ভবিষ্যৎ নষ্ট করার জন্য এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করে আসত সিপিএম সহ বিরোধী দলগুলি৷ এ দিন উল্টে মমতাই সিপিএমকে টাটাদের বিদায়ের জন্য দায়ী করলেন৷ যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে খারিজ করে বিরোধী নেতাদের দাবি, তৃণমূলনেত্রীর আন্দোলনের জেরেই টাটাদের গাড়ি কারাখানা বাংলা থেকে গুজরাতে সরে গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on TATA: 'টাটাকে আমি তাড়াইনি, তাড়িয়েছে সিপিএম!' সিঙ্গুর নিয়ে বিস্ফোরক দাবি মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement