এই বৈঠকে উপস্থিত থাকবেন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার প্রশাসনিক আধিকারিকরা। উত্তরবঙ্গের বন্যা, ভূমিধস-সহ সাম্প্রতিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।
চিতার মতো ‘স্পিড’! দেশের এই শহরে ট্রেন চলে জলের তলায়! চড়তে হলে নামতে হবে ১১তলা গভীরে
দীপাবলির আগে যদি এই ৫ স্বপ্ন দেখেন, বুঝে নিন ‘সৌভাগ্য’ আপনার দুয়ারে! আসছে ‘ভাল’ সময়!
advertisement
আজ সকালে কলকাতা থেকে হাসিমারা পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়কপথে জলদাপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পথে কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করারও কথা রয়েছে তাঁর। এরপর নীলপাড়া রেঞ্জ ফরেস্ট কমিউনিটি হলে প্রশাসনিক রিভিউ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
আজই রাতটা আলিপুরদুয়ার জেলাতেই কাটাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিপর্যয়ের পর উদ্ধারকার্য এবং কী কী পদক্ষেপ এখনও পর্যন্ত করা হয়েছে তার রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মুখ্য সচিবের থেকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট নেন তিনি।
উদ্ধারকার্য এবং ত্রাণ যাতে পর্যাপ্ত দেওয়া হয় এবং দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসে, তা নিয়ে মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের বিপর্যয় কত বাড়ি নষ্ট হয়েছে ইতিমধ্যেই তার সমীক্ষা শুরু করেছে রাজ্য। বাড়িতে বাড়িতে ছবি তুলে সেই সমীক্ষা শুরু হয়েছে। যাতে স্বচ্ছ ভাবে ক্ষতিগ্রস্তদের হাতে বাংলার বাড়ির আর্থিক সাহায্য তুলে দেওয়া যায়। দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা তৈরির জন্যেও সচেষ্ট হয়েছে রাজ্য।