TRENDING:

Malda News: সংস্কারের অভাবে বেহাল অবস্থায় মালদহের বেহুলা নদী

Last Updated:

কলকারখানার পচা জল এবং কচুরিপানার দুর্গন্ধে দূষিত হচ্ছে বেহুলা নদী। দূষিত বেহুলা নদীর বাতাসে ছড়াচ্ছে রোগ। দুর্ভোগে বসবাস পুরাতন মালদহের নদীর তীরবর্তী বাসিন্দাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিএম মোমিন, মালদা: সংস্কারের অভাবে বেহাল অবস্থায় বেহুলা নদী, হারাচ্ছে নদীর পথও। শিল্প কারখানার পচা জলের ফলে দূষিত হচ্ছে মালদহের প্রসিদ্ধ সত্য যুগের বেহুলা নদী। হারাচ্ছে নদীর গতিপথ, হ্রাস হচ্ছে আয়তন। মালদহের বেহুলা এখন বেহাল অবস্থায়। সত্য যুগের জেলার প্রসিদ্ধ এই নদীর রয়েছে ইতিহাস। কিন্তু বর্তমানে এই নদীর চারপাশে গজিয়ে উঠেছে একাধিক শিল্প কারখানা ও ইট ভাটা। নদীর স্রোত এখন ব্যবহার হচ্ছে শিল্প উদ্যোগীদের কাজে। কারখানার ও ইট ভাটার নোংরা আবর্জনা ফেলা হচ্ছে বেহুলা নদীর জলে।
advertisement

নদীর তীরবর্তী এলাকার গ্রামবাসীরা জানান, “প্রায় ৩০ বছর আগে এই নদীর জলই একমাত্র ভরসা ছিল তাদের। রান্না, স্নান, খাওয়ার জন্য ব্যবহার হত এই নদির জল। কিন্তু এখন সব অতীত। এই নদীর তীরবর্তী লাগোয়া গজিয়ে উঠেছে একাধিক শিল্প কারখানা ও ইটভাটা। আর সেই কারখানা‌ এবং ইট ভাটার নোংরা আবর্জনার ফলে দূষিত হচ্ছে নদীর জল। নদীর দূষিত জলের ফলে ছড়াচ্ছে দুর্গন্ধ যার ফলে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে তাদের।”

advertisement

আরও পড়ুন: রাজরাজেশ্বরী বেশে তারা মায়ের পুজো, অমাবস্যায় ফলহারিণী কালীপুজোয় তারাপীঠে ভক্ত সমাগম

এ প্রসঙ্গে পুরাতন মালদহের পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, “শিল্প কারখানার পচা জলে দূষিত হচ্ছে প্রসিদ্ধ এই নদী। কচুরিপানা ও আগাছায় ভরেছে জলের স্রোত। শিল্প কারখানার নোংরা জল ও আবর্জনা পড়ছে এই নদীতে এসে। যার ফলে দূষিত হচ্ছে নদী। আমরা বিষয়টি নিয়ে রাজ্য স্তরে জানাব। যেন দ্রুত সংস্কারের কাজ করা হয়।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

শহুরে শিল্প বিপ্লবের ফলে আজ অবহেলায় পড়ে রয়েছে এই বেহুলা নদী। জীবন দায়ী এই বেহুলা নদী এখন নিজেরই প্রাণ রক্ষায় ব্যর্থ। বর্তমানে এই বেহুলা নদীর গা ঘেঁষে গড়ে উঠেছে একাধিক শিল্প কারখানা। আধুনিক যুগের প্রযুক্তির কাছে হার মানছে প্রকৃতির এই সুন্দর নদী।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: সংস্কারের অভাবে বেহাল অবস্থায় মালদহের বেহুলা নদী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল