Phalaharini Amavasya at Tarapith Temple:রাজরাজেশ্বরী বেশে তারা মায়ের পুজো, মহাযজ্ঞ ও ভোগের সমাহার! ফলহারিণী কালীপুজোয় তারাপীঠে অগণিত ভক্ত সমাগম

Last Updated:
Phalaharini Amavasya at Tarapith Temple: কথিত আছে, ফলহারিণী অমাবস্যায় মাকে ফল নিবেদন করেন ভক্তরা। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল একবছর খাওয়া নিষেধ।
1/7
প্রত্যেক বছরের মতো এ বারও সাড়ম্বরে ফলহারিণী অমাবস্যা কালীপুজো পালিত হচ্ছে বীরভূমের তারাপীঠে। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি যা ফলহারিণী অমাবস্যা নামেও খ্যাত। এই দিনেই পূজিত হন আদ্যাশক্তি। (প্রতিবেদন: সৌভিক রায়)
প্রত্যেক বছরের মতো এ বারও সাড়ম্বরে ফলহারিণী অমাবস্যা কালীপুজো পালিত হচ্ছে বীরভূমের তারাপীঠে। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি যা ফলহারিণী অমাবস্যা নামেও খ্যাত। এই দিনেই পূজিত হন আদ্যাশক্তি। (প্রতিবেদন: সৌভিক রায়)
advertisement
2/7
কথিত, এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফলের ভোগ নিবেদন করতে হয়।আর ফল নিবেদন করলে মনস্কামনা পূরণ হয় ভক্তদের, এরকমই বিশ্বাস। তাই পাঁচ রকম ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। (ছবি: ফেসবুক)
কথিত, এই অমাবস্যা তিথিতে মা তারাকে ফলের ভোগ নিবেদন করতে হয়।আর ফল নিবেদন করলে মনস্কামনা পূরণ হয় ভক্তদের, এরকমই বিশ্বাস। তাই পাঁচ রকম ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। (ছবি: ফেসবুক)
advertisement
3/7
ফলহারিণী অমাবস্যার তারা রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হবে। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। (ছবি: ফেসবুক)
ফলহারিণী অমাবস্যার তারা রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হবে। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। (ছবি: ফেসবুক)
advertisement
4/7
এই দিন সকাল থেকে ফলহারিণী অমাবস্যায় মেতে উঠেছে বীরভূমের তারাপীঠ। সোমবার ১১ জ্যৈষ্ঠ সকাল ১১ টা বেজে ৯ মিনিট থেকে আগামিকাল মঙ্গলবার অর্থাৎ ১২ জৈষ্ঠ্য সকাল ৮টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত এই ফলহারিণী অমাবস্যা থাকছে। এইদিন সন্ধ্যায় মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে বিভিন্ন রকমের ফলের মালা পরিয়ে পুজো শুরু হয়েছে। (ছবি: ফেসবুক)
এই দিন সকাল থেকে ফলহারিণী অমাবস্যায় মেতে উঠেছে বীরভূমের তারাপীঠ। সোমবার ১১ জ্যৈষ্ঠ সকাল ১১ টা বেজে ৯ মিনিট থেকে আগামিকাল মঙ্গলবার অর্থাৎ ১২ জৈষ্ঠ্য সকাল ৮টা বেজে ৪৬ মিনিট পর্যন্ত এই ফলহারিণী অমাবস্যা থাকছে। এইদিন সন্ধ্যায় মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে বিভিন্ন রকমের ফলের মালা পরিয়ে পুজো শুরু হয়েছে। (ছবি: ফেসবুক)
advertisement
5/7
একদিকে যখন তারাপীঠ মন্দিরে চলছে পুজো। অন্যদিকে বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ শুরু করেছেন। ভক্তদের বিশ্বাস, এই অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করলে তাঁদের মনে যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ করে স্বয়ং মা তারা। (ছবি: ফেসবুক)
একদিকে যখন তারাপীঠ মন্দিরে চলছে পুজো। অন্যদিকে বহু দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ শুরু করেছেন। ভক্তদের বিশ্বাস, এই অমাবস্যা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করলে তাঁদের মনে যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা-আকাঙ্ক্ষা পূরণ করে স্বয়ং মা তারা। (ছবি: ফেসবুক)
advertisement
6/7
তারাপীঠ মন্দিরের এক পুরোহিত গোলক মহারাজ জানাচ্ছেন প্রত্যেক অমাবস্যার মতোই তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞ আয়োজন শুরু হয়েছে। মন্দিরে যখন মহাযজ্ঞ চলছে ঠিক সেই মতোই মহাশ্মশানেও বিভিন্ন জায়গায় মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আজকে দুপুরের অন্নভোগে মা তারাকে বিভিন্ন রকমের ফল,সবজি,মিষ্টি,পোলাও,খিচুড়ি,সাদা ভাত,মাছের মাথা,শোল মাছ পোড়া,দিয়ে ভোগ নিবেদন করা হবে। (ছবি: ফেসবুক)
তারাপীঠ মন্দিরের এক পুরোহিত গোলক মহারাজ জানাচ্ছেন প্রত্যেক অমাবস্যার মতোই তারাপীঠ মন্দিরে মহাযজ্ঞ আয়োজন শুরু হয়েছে। মন্দিরে যখন মহাযজ্ঞ চলছে ঠিক সেই মতোই মহাশ্মশানেও বিভিন্ন জায়গায় মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। আজকে দুপুরের অন্নভোগে মা তারাকে বিভিন্ন রকমের ফল,সবজি,মিষ্টি,পোলাও,খিচুড়ি,সাদা ভাত,মাছের মাথা,শোল মাছ পোড়া,দিয়ে ভোগ নিবেদন করা হবে। (ছবি: ফেসবুক)
advertisement
7/7
ফলহারিণী অমাবস্যা শেষের আগে মা তারাকে ফলের মালায় সাজিয়ে পুজো করা হবে। সোমবার সকাল থেকেই তারাপীঠ মন্দিরে হাজারে হাজারে ভক্ত লম্বা লাইন দিয়ে মা তারার মন্দিরে পূজা দিচ্ছেন। ভক্তদের কথা চিন্তা করে তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে আজকে দুপুরের অন্নভোগের আয়োজন করা হয়েছে প্রায় দশ হাজার পুণ্যার্থীর। পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সব রকমই ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। (ছবি: ফেসবুক)
ফলহারিণী অমাবস্যা শেষের আগে মা তারাকে ফলের মালায় সাজিয়ে পুজো করা হবে। সোমবার সকাল থেকেই তারাপীঠ মন্দিরে হাজারে হাজারে ভক্ত লম্বা লাইন দিয়ে মা তারার মন্দিরে পূজা দিচ্ছেন। ভক্তদের কথা চিন্তা করে তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে আজকে দুপুরের অন্নভোগের আয়োজন করা হয়েছে প্রায় দশ হাজার পুণ্যার্থীর। পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সব রকমই ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কমিটি। (ছবি: ফেসবুক)
advertisement
advertisement
advertisement