সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে আত্মঘাতী কনটেন্ট ক্রিয়েটর যুবক। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুর কালিতলা এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃত কনটেন্ট ক্রিয়েটর যুবকের নাম দুর্লভ সাহা। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুর কালিতলা এলাকায়।
অভিযোগ, আরেক মহিলা কনটেন্ট ক্রিয়েটর সালমা সরকারের বিরুদ্ধে। ঘটনায় মহিলা কনটেন্ট ক্রিয়েটর সালমা সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃত কনটেন্ট ক্রিয়েটর দুর্লভ সাহার স্ত্রী মৌসুমী সাহা।
advertisement
তাঁর অভিযোগ, “সালমার ক্রমাগত হুমকি এবং অশান্তির কারণেই দুর্লভ আত্মহত্যা করেছে। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছেন তিনি। ওই মহিলা কনটেন্ট ক্রিয়েটর এর আগেও বিভিন্ন ছেলেকে প্রেমের ফাঁদে ফাঁসিয়ে মোটা অংকের টাকা নিয়েছে বলে অভিযোগ। সালমার বিরুদ্ধে শাস্তি এবং তাঁর ফোন বাজেয়াপ্ত করার দাবি নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় এদিন লিখিত অভিযোগ দায়ের করেন মৌসুমী সাহা।
আরও পড়ুন- স্মৃতি মন্ধানার মতোই বিয়ে ভেঙেছিল ভারতের আরেক মহিলা খেলোয়াড়ের! কে জানেন?
উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুর কালিতলার যুবক দুর্লভ সাহা ফেসবুকে লাইভ করে নিজের ঘরেই আত্মঘাতী হন। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়। এর পরই ঘটনায় বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রসঙ্গ তুলে সরব হন মৃত কনটেন্ট ক্রিয়েটর যুবকের স্ত্রী মৌসুমী সাহা। যদিও এই ঘটনায় মৃত্যুর আসল রহস্য জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।






