পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম আরতী মজুমদার (৪৫)। বাড়ি লক্ষ্মীপুর কলোনি এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, শনিবার ভোর ৫টা নাগাদ বাড়ির জ্বালানি সংগ্রহের জন্য বাগানে কাঠ কুড়াতে গিয়েছিলেন নিহত মহিলা। এরপর সকালেই কিছুক্ষণ পর রহস্যজনক ভাবে মিঠাপুকুর এলাকায় এক পুকুরে মহিলার দেহ ভেসে ওঠে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে খবর, এদিন সাতসকালে মিঠাপুকুর এলাকায় স্থানীয়রা পুকুরে দেখতে পান এক মহিলার দেহ জলে ভাসছে। এরপর এই খবর জানাজানি হতেই ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা। স্থানীয়রাই খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। পুলিশ এসে মহিলার মৃতদেহ জল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।