এই বাজারে ১৫টি বিভিন্ন রকম গাছের দোকান রয়েছে। ১০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা অবধি একাধিক রকমের উন্নতমানের চারাগাছ এখানে পাওয়া যায়। সারা বছর কমবেশি ভাল চাহিদা থাকলেও মরশুম অনুযায়ী ক্রেতাদের চাহিদা বাড়ে। গাছের পাশাপাশি এই গাছ বাজারে বাড়ির ভিতর গাছের চারা রোপণের ক্ষেত্রে একাধিক রকম ডেকোরেশনের পাত্র ও জৈব সার বিক্রি হয়।
advertisement
আরও পড়ুনঃ ২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার ‘জাদু’তে খুঁজে পেল পরিবার, মা-বাবার কোলে ফিরল হারানো সন্তান
এক গাছ বিক্রেতা সুদীপ্ত রায় জানান, “পিটুনিয়া, কাগজ ফুল, মিয়াজাকী আম, পেঁপে, লঙ্কা, কলা ইত্যাদি ফল, ফুল ও সবজির গাছ রয়েছে। প্রতিদিন দোকান খোলা থাকে। সারা বছর ক্রেতাদের ভিড় জমে এই গাছ বাজারে। কেউ বাড়ির ছাদ বাগান, কেউ বাড়ির ফাঁকা জায়গায় উদ্যান, কেউ আবার জমিতে ফুল ও ফল চাষের জন্য চারাগাছ নিয়ে যান।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দেশি থেকে বিদেশি হাজারও প্রজাতির ফুল ও ফলের চারাগাছ রয়েছে এই গাছ বাজারে। জেলার বিভিন্ন প্রান্তে চারাগাছের নার্সারি থাকলেও সারা বছর মালদহ শহরের এই গাছ বাজার পরিবেশপ্রেমী ও চাষিদের চাহিদা মেটাচ্ছে। পরিবেশপ্রেমীদের অভিমত, এই বাজারের বাণিজ্যিক স্বার্থকতা থাকলেও পৃথিবীর পরিবেশবান্ধব ও সবুজয়ানের অন্যতম উদাহরণ এই গাছ বাজার।





