গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে কোনও অসৎ উদ্দেশ্যে তিনি ওই আগ্নেয়াস্ত্রটি মজুত করে রেখেছিলেন। তবে বড় ধরণের কোনও ঘটনা ঘটার আগেই তাঁকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুনঃ ডাইনি সন্দেহে বৃদ্ধাকে খু*ন! জলাশয় থেকে উদ্ধার হল…! মেমারিতে হাড়হিম করা ঘটনা
advertisement
ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও দু’রাউন্ড কার্তুজ। পুলিশ আরও জানিয়েছে, এর আগেও ওই যুবক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
এদিকে এই নিয়ে চলতি বছরে মালদহ থানার হাতে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। শুক্রবার দুপুরে ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা এবং এই আগ্নেয়াস্ত্র মজুতের পিছনে বড় কোনও উদ্দেশ্য ছিল কিনা তা জানতে তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।