TRENDING:

Malda News: প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল ছেলেটা, মুহূর্তে ঘটল সেই ঘটনা! ঝুলছে দেহ, জানলা ভেঙে ঢুকল প্রেমিকা!

Last Updated:

Malda News: ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের ইংরেজবাজার শহরের মহেশমাটি এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, জিএম মোমিন: ভিডিও কলে প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর আত্মঘাতী যুবক। প্রথমে হাত কেটে এবং পরে গলায় দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল যুবক। এমন‌ই মনে করছে পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের ইংরেজবাজার শহরের মহেশমাটি এলাকায়।
 গোলাম শেখ
 গোলাম শেখ
advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম গোলাম শেখ (২৪)। গোলাম শহরের একটি কাপড়ের দোকানে কাজ করত। তার পাড়ারই এক মহিলার সঙ্গে পুজোর পরে গোলামের বিয়ে হওয়ার কথা ছিল। তার প্রেমিকার এর আগেও একটি বিয়ে হয়েছিল। তার প্রেমিকার প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গত প্রায় আট বছর ধরে ভালবাসার সম্পর্ক ছিল গোলামের সঙ্গে। ওই মহিলার এক সন্তান‌ও রয়েছে।

advertisement

আরও পড়ুন: ‘নিজের নিয়ম মানুক রাজ্য’, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে জোর সওয়াল বিকাশের! পাল্টা ‘বড়’ যুক্তি কপিল সিব্বলের! শুনানি শেষ, কার পক্ষে যাবে রায়?

আত্মঘাতী যুবকের মা রানী বিবি জানান, দোকান থেকে বাড়ি ফেরার পর পাশেই ঘুমিয়ে ছিল ছেলে। আচমকা তার প্রেমিকা জানলা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে ছেলেটির গলা থেকে দড়ি খোলে। এরপর জানতে পারি ছেলে গলায় ফাঁস দিয়েছে। তখন তার প্রেমিকাটি ছেলের মোবাইলের কথোপকথনের সমস্ত তথ্যগুলি মুছে দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।

advertisement

ছেলে তার প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। ওই মহিলার কারণেই ছেলে আত্মঘাতী হয়েছে। মহিলার শাস্তি চেয়ে পুলিশে অভিযোগ করার কথাও জানিয়েছেন আত্মঘাতী যুবকের মা রানী বিবি। এদিকে এই ঘটনার পর রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনায় তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল ছেলেটা, মুহূর্তে ঘটল সেই ঘটনা! ঝুলছে দেহ, জানলা ভেঙে ঢুকল প্রেমিকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল