Durga Puja 2025 : পুজোয় বড় চমক, বৃন্দাবনের ৭০০ কোটির মন্দির তৈরি হচ্ছে ৫৫ লাখেই! না দেখলে মিস

Last Updated:

Vrindavan Theme Durga Puja : বৃন্দাবনের নির্মীয়মাণ চন্দ্রোদয় মন্দিরের আদলে। বাস্তবে ৭০০ ফুট উচ্চতার এই মন্দির নির্মাণে খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা, তবে এই মণ্ডপের বাজেট নির্ধারিত হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা।

+
বৃন্দাবনের

বৃন্দাবনের ছোঁয়ায় ১২৫ ফুট মণ্ডপ!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শারদ উৎসব মানেই অন্ধকারের আবরণ ছেড়ে আলোর উল্লাস, অশুভ শক্তির বিনাশ আর শুভশক্তির জয়। দেবী মহামায়া দুর্গার মহিষাসুর মর্দন কেবল শক্তির জয়ই নয়, প্রেম ও ভক্তির মাধ্যমে ঘৃণা-বিদ্বেষের বিনাশও শেখায়। সেই বার্তা নিয়েই এবারের দুর্গোৎসবের অর্ঘ্য প্রস্তুত করছেন চম্পাসারির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগারের উদ্যোক্তারা। এ বছর তারা পা দিল দুর্গোৎসবের ৪৩তম বছরে।
প্রথমদিকে সাবেকি আয়োজনে সীমাবদ্ধ থাকলেও, ২০১২ সাল থেকে আধুনিকতার ছোঁয়া মেনেই শুরু হয় থিমপুজো। তারপর থেকে প্রতিবারই অভিনব ভাবনায় তাক লাগিয়ে দিয়েছেন তাঁরা। এবারের থিমে উঠে এসেছে “শক্তি ও প্রেমের সহাবস্থান”।
advertisement
advertisement
এই বছর মণ্ডপ নির্মিত হবে বৃন্দাবনের নির্মীয়মাণ চন্দ্রোদয় মন্দিরের আদলে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুশান্ত সরকার জানালেন, “গত বছর আমাদের নিবেদন ছিল বৌদ্ধ মন্দিরের প্রতিরূপ। এ বছর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরকে বেছে নিয়েছি। বাস্তবে ৭০০ ফুট উচ্চতার এই মন্দির নির্মাণে খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা, তবে আমাদের মণ্ডপের বাজেট নির্ধারিত হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা।”
advertisement
মণ্ডপ তৈরির দায়িত্বে রয়েছেন কলকাতার নাম করা ডেকোরেটররা। তাঁদের নিপুণ শিল্পকলায় গড়ে উঠবে চন্দ্রোদয় মন্দিরের ছায়া। তবে প্রতিমা নির্মাণের কাজ সামলাচ্ছেন শিলিগুড়ির শিল্পীরা।
এবারের প্রতিমাতেও থাকছে বিশেষত্ব। দেবী দুর্গাকে একদিকে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে, অন্যদিকে ফুটিয়ে তোলা হবে শিশুসুলভ বালিকা রূপ। থিম ভাবনার নেপথ্যে অভিজিৎ কুমার রায়ের বক্তব্য, “শ্রীকৃষ্ণ মানে প্রেম, আর দুর্গা মানে শক্তি। আজকের বিশ্বে এই দুটোরই ভারসাম্য প্রয়োজন। আমাদের আয়োজনে সেই সহাবস্থানকে তুলে ধরা হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সকলের আশা, প্রায় ১২৫ ফুট উচ্চতার এই মণ্ডপ নিঃসন্দেহে নজর কেড়ে নেবে। শুধু মণ্ডপ নয়, থাকবে বিশেষ ভোগের আয়োজনও। উদ্যোক্তাদের আশা, এবারের দুর্গোৎসব প্রেম ও শক্তির বার্তা ছড়িয়ে আলোকিত করবে গোটা এলাকা।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Durga Puja 2025 : পুজোয় বড় চমক, বৃন্দাবনের ৭০০ কোটির মন্দির তৈরি হচ্ছে ৫৫ লাখেই! না দেখলে মিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement