একইসঙ্গে ইন্দো-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছেন রাজ্যপাল। বুধবার ফাঁসিদেওয়ার ধনিয়ামোড় এলাকায় সীমান্ত পরিদর্শন করেন তিনি। সেখানে পৌঁছে বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোচনাও করেন তিনি। মূলত সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা এবং চলমান কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই এদিন সীমান্ত পরিদর্শনে আসেন রাজ্যপাল।
আরও পড়ুন : পুজোয় বড় চমক, বৃন্দাবনের ৭০০ কোটির মন্দির তৈরি হচ্ছে ৫৫ লাখেই! না দেখলে মিস
advertisement
সূত্রের খবর, এদিন ধনিয়ামোড় এলাকায় রাজ্যপাল সরেজমিনে পরিদর্শন করেন এবং বিএসএফ জওয়ানদের থেকে বিস্তারিত রিপোর্ট নেন। প্রসঙ্গত, ওই এলাকায় নতুন করে কাঁটাতার বসানোর কাজ চলছে। রাজ্যপাল সেই কাজ কতদূর এগিয়েছে, তা নিয়েও খোঁজখবর নেন।
আরও পড়ুন : সামনে হঠাৎ ‘বুড়ো দাঁতাল’! জাতীয় সড়কে জমল ভিড়, ছবি তুলতে হুড়োহুড়ি পথচারী-চালকদের
রাজনৈতিক মহল মনে করছে, সীমান্তের নিরাপত্তা ইস্যুতে রাজ্যপালের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে যেভাবে নেপাল উত্তপ্ত হয়ে উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপালের পরিদর্শন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইন্দো বাংলাদেশ সীমান্তে তারঁ পরিদর্শন সমানভাবে গুরুত্বপূর্ণ।