এদিন তারা আচমকাই নলকূপের জল খাবার পর অসুস্থ হয়ে পড়েন। এরপর বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেডিক্যাল কলেজ হাসপাতালে। গুরুতর অসুস্থ দেখে পরিবারের সদস্যরা অসুস্থদের ভর্তি করেন একটি বেসরকারি নার্সিংহোমে। এরপর সেখানে মৃত্যু হয় একজনের। পরে পরিবারের সদস্যরা বাকি দু’জন অসুস্থকে নিয়ে যান মালদা মেডিক্যালে। সেখানে কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয় বাকি দু’জনের।
advertisement
আরও পড়ুনঃ স্ত্রীর হৃদপিণ্ড ছিঁড়ে ব্যাগে ভরে গ্রাম ঘুরল স্বামী, ভয়ঙ্কর কাণ্ড ময়নাগুড়িতে
পরিবারের সদস্য স্বপন মন্ডল জানান, ‘রাতে বাড়িতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে ছিলেন শাশুড়ি, বৌমা এবং নাতনি। আচমকাই সকালে উঠে গায়ে চুলকানির কথা জানান তারা। এরপর তাদের তেল মালিশ এবং নলকূপের জল খাওয়ান হয়। হঠাৎ আরও অসুস্থ হয়ে পড়েন তারা। এরপর তাদেরকে স্থানীয় গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে রেফার করেন চিকিৎসকরা। প্রথমে বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় বুল্টি মন্ডলের। এরপর পুষ্পাদেবী এবং পিউকে মালদা মেডিক্যালে ভর্তি করার কয়েক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয়ে দুজনের।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিষক্রিয়ায় মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশ ও প্রশাসনের। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, “দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”