পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তির নাম জামালুদ্দিন শেখ। সংশ্লিষ্ট এলাকাতেই তাঁর বাড়ি। পেশায় তিনি জল ব্যবসায়ী। আক্রান্তের পরিবারের সদস্যদের অভিযোগ, এদিন জামালুদ্দিনকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকেন বাবর আলী নামে এক যুবক। এরপর বাড়িতে ঢুকিয়ে অভিযুক্তরা জামালুদ্দিনকে গুলি করেন বলে অভিযোগ। তাঁর পিঠে গুলি লাগে।
advertisement
অভিযোগ, এই ঘটনার খবর পেয়ে তাঁর ছেলে শামীম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখ গেলে তাঁদের বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়। গুলিবিদ্ধ এবং আক্রান্তরা এই মুহূর্তে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ ব্যক্তির দাদা সামিরুদ্দিন শেখ জানান, “দু’দিন আগে গ্রামে ক্রিকেট খেলা নিয়ে জামালুদ্দিন ও বাবর আলীর ছেলেগুলোর মধ্যে গণ্ডগোল বাঁধে। এই নিয়ে গতকাল সালিশি সভা হয়। সেখানেও বিবাদ বাঁধে। এরপর এদিন সকালে জামালুদ্দিনকে জল নেওয়ার নাম করে বাড়িতে ডাকে বাবর। সেখানে তাঁকে গুলি করে। ওঁর পিঠে গুলি লেগেছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এই ঘটনা প্রসঙ্গে জানান, “ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।”






