জুনিয়র থেকে হাই স্কুলে উন্নীত করা হল মালদহের রতুয়া ১ ব্লকের রতুয়া জুনিয়র গার্লস হাই স্কুল। এদিন ফিতে কেটে গার্লস হাই স্কুলের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি আশিষ কুণ্ডু। সূচনার পর আনন্দে উদ্ভাসিত হয়ে উঠে গ্রামবাসী থেকে পড়ুয়ারা। এক স্কুল ছাত্রী ঋষিতা বিশ্বাস জানান, “খুব চিন্তায় ছিলাম অষ্টম শ্রেণি পাশ করার পর কোথায় যাব।
advertisement
আরও পড়ুন: বাল্মিকী মাঠে চার-ছক্কার ধামাকা! প্রথমবার ফ্রেন্ডশিপ কাপ ঘিরেই তুঙ্গে উন্মাদনা! হাজির শহরের মহারথীরা
গ্রামের আশেপাশে কোনও হাইস্কুল নেই। এখন এই স্কুলে মাধ্যমিক হওয়ায় নবম শ্রেণিতে ভর্তি হতে পেরেছি। দূরে যেতে হবে না আর গ্রামেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে পারব। হাই স্কুল হওয়ায় খুব ভাল লাগছে।” জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি আশিষ কুণ্ডু জানান, “দীর্ঘ কয়েক বছর ধরেই এলাকার বাসিন্দারা রতুয়া জুনিয়র গার্লস হাই স্কুলকে গার্লস হাইস্কুলে অর্থাৎ দশম শ্রেণিতে উন্নীত করার দাবি জানিয়ে আসছিলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই আবেদনে সাড়া দিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে বিষয়টি তুলে ধরা হলে সেই আবেদন মঞ্জুর হয়। রতুয়া জুনিয়র গার্লস হাইস্কুলকে অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উন্নীত হয়েছে। গ্রামবাসীদের দাবি পূরণ করতে পেরে খুব ভাল লাগছে।” ২০০৮ সালে স্কুলের পথচলা শুরু হলেও থমকে ছিল ছাত্রীদের মাধ্যমিক দেওয়ার স্বপ্ন। তবে এবারে সেই স্বপ্ন পূরণ হবে গ্রামের এই স্কুলে। সূচনার পর এদিন আনন্দে ভাসেন গ্রামবাসী থেকে স্কুলের শিক্ষিকা ও পড়ুয়ারা।





