এছাড়াও কি পদ্ধতিতে হিমঘরে আলু রাখার বন্ড বিলি করা হবে। বন্ড নিতে কি কি তথ্য প্রয়োজন এই সমস্ত বিষয়গুলি জানিয়ে হিমঘর মালিক সংগঠন ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আলু চাষীদের সুবিধার জন্য অগ্রিম সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করতে চলেছে, মালদহ জেলা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে হিমঘর মালিকদের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি পদ্ধতিতে আলুর বন্ড বিলি করা হবে। হিমঘর কর্তৃপক্ষ উজ্জ্বল সাহা বলেন, কৃষকদের মধ্যে কুপন বিলি করা হচ্ছে। সুস্থভাবে বন্ড যেন সমস্ত কৃষকেরা পান তার জন্য এমন ব্যবস্থা করা হয়েছে। আশা করছি সমস্ত কৃষকেরাই বন্ড পাবেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
মালদহ জেলায় মোট ১৪ টি হিমঘর রয়েছে। মূলত পুরাতন মালদহ ও গাজোল ব্লকে জেলার সবচেয়ে বেশি আলু চাষ হয়। মালদহ জেলায় প্রায় দশ হাজার হেক্টর জমিতে প্রতিবছর আলু চাষ হয়ে থাকে। এই বছরও জেলায় ব্যাপক আলুর চাষ হয়েছে। আলুর বন্ড যেন সুষ্ঠুভাবে বিলি করা যায় সেই বিষয় নিয়ে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন হিমঘর মালিকেরা। জানা গিয়েছে আলুর বন্ড বিলের আগে কুপন দেওয়া হবে সমস্ত আলু চাষী ও আলু ব্যবসায়ীদের। কুপন থাকলেই নির্দিষ্ট দিনে বন্ড পাবেন। কোন কৃষক বা আলু চাষী কুপন না নিলে বন্ড পাবেন না।
১ ফেব্রুয়ারি মালদহ জেলায় শুরু হয়েছে কুপন বিলি। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।পরিবার কিছু একটি করে কুপন প্রদান করা হবে। আলু চাষীদের আবেদনের ভিত্তিতে কুপন বিল করা হবে। কুপুনে নির্ধারিত তারিখে বন্ড না নিলে কুপন বাতিল করা হবে। বন্ড নেওয়ার সময় আলু সংরক্ষণকারীদের আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স দিতে হবে। বস্তা পিছু দশ টাকা অগ্রিম দিতে হবে বন্ড সংগ্রহ করার সময়। এই সমস্ত নির্দেশিকা জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মালদা জেলা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
হরষিত সিংহ