মালদহের হরিশচন্দ্রপুরের তুলসীহাটা এলাকার ঘটনা। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে শুক্রবার উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মালদহে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ও পূর্ব রাডিয়াল বুথে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: পুলিশ ফাঁড়ি নাকি 'স্নেক আইল্যান্ড'! মালদহের অবস্থা শুনলে রাতের ঘুম উড়ে যাবে
advertisement
শুক্রবার দুপুরেও এখানে পচা ডিম দেওয়া হয় বলে অভিযোগ। ক্ষুব্ধ হয়ে অনেক অভিভাবক ডিম ফেলে দেন। বন্ধ করে দেওয়া হয় খাবার বিলির কাজ। আগেও বেশ কয়েকবার অভিযোগ জানিয়েও খাবারের মান উন্নত হয়নি বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বিক্ষোভের মুখে পড়েন ভারপ্রাপ্ত আইসিডিএস কর্মী। যদিও ওই আইসিডিএস কর্মীর পাল্টা দাবি, ডিম রান্নার কাজ করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি। ফলে যে ডিম দেওয়া হচ্ছে তা নিম্নমানের কিনা বিষয়টি তাঁর অজানা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইসিডিএসের ভারপ্রাপ্ত ব্লক আধিকারিক।
স্থানীয়দের অভিযোগ, মাস দুয়েক আগেও এই একই সেন্টার থেকে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময়ও এই বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়। প্রশাসনের তরফ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এরপর কাজের কাজ কিছু হয়নি। শুক্রবারে পচা ডিম দেওয়ার ঘটনায় এটাই স্পষ্ট। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন আশরাফী বলেন, "অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যে খাবার দেওয়া হচ্ছে তা খেলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। এজন্যই খাবার বয়কট করে বিক্ষোভ দেখানো হয়েছে। ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া দরকার।" অন্য এক অভিভাবক প্রদীপ দাস বলেন, "আগেও নিম্নমানের খাবার নিয়ে অভিযোগ করা হয়েছিল। প্রশাসনকে মৌখিকভাবে সমস্যা জানানো হয়েছিল। কিন্তু, এদিন ফের পচা ডিম দেওয়া হয়েছে। আর এই কারণেই বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা।"
আরও পড়ুন: ৬ টাকায় ১ কোটি', 'চোর ডাকাতের তৃণমূল'কে এবার লটারি-আক্রমণ লকেটের
যদিও অঙ্গনওয়াড়ি কর্মী লীলা দাস বলেন, "নিম্নমানের ডিম দেওয়ার প্রশ্নই ওঠে না। কোনও একটি পেটিতে কিছু ডিম খারাপ বেরিয়েছিল। রান্নার সময় বিষয়টি নজরে আসে। এজন্য নতুন ডিম পরিবর্তন করে দেওয়ার কথা বলা হয়। কিন্তু, অভিভাবকরা তা শোনেননি।"