TRENDING:

মালদহে ফুঁসছে গঙ্গা-ফুলহার! কোটি টাকার বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে জল, কোথায় আশ্রয় মিলবে ভুতনির লক্ষাধিক মানুষের?

Last Updated:

তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ জলে প্লাবিত হওয়ার আশঙ্কায় ভুগছেন। বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, মানিকচক, জিএম মোমিনঃ গঙ্গা ও ফুলাহার নদীর তীব্র দাপটে ভেঙে গেল কোটি কোটি টাকা নিয়ে তৈরি নতুন বাঁধ। বাঁধ ভেঙে তীব্র গতিতে জল ঢুকতে শুরু করল গোটা ভুতনিতে। তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় লক্ষাধিক মানুষ জলে প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন। পাশাপাশি বাঁধ ভেঙে পড়ায় ব্যহত হল যাতায়াত ব্যবস্থা। বুধবার সকালে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় মালদহের মানিকচক ব্লকের ভুতনি থানার দক্ষিণ চন্ডিপুর কাটা বাঁধ এলাকায়।
advertisement

জানা গিয়েছে, এদিন সকালে প্রথমে বাঁধে ফাটল লক্ষ্য করা যায়। সেই ফাটলের ভিতরে জল ঢুকে তলিয়ে যায় বাঁধের বেশ কিছুটা অংশ। বাঁধ ভেঙে মুহূর্তে হু হু করে জল ঢুকতে শুরু করে গোটা ভুতনিতে। বাঁধ ভেঙে প্লাবিত হ‌ওয়ার আশঙ্কায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ কম পয়সায় ব্রাউন সুগারের নেশা! পুলিশের চোখে ধুলো দিয়ে… মালদহে গোপন অভিযানে ফাঁস কুকীর্তি, কীভাবে সম্ভব?

advertisement

স্থানীয় এক বাসিন্দা গৌতম মন্ডল অভিযোগ করে বলেন, বাঁধ নির্মাণের সময়ই বলা হয়েছিল যে বাঁধ নির্মাণের কাজ ঠিক ঠাক হচ্ছে না। অন্যান্য বাঁধের তুলনায় অনেক নিচু এই বাঁধ। প্লাবন আশঙ্কায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। এদিকে সাত সকালে এই খবর পেয়ে ভুতনির সেই বাঁধ এলাকায় ছুটে যান জেলা প্রশাসনের আধিকারিকরা।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

মালদহ জেলা মহকুমা শাসক পঙ্কজ তামাং জানান, পরিস্থিতি ভয়াবহ অবস্থায় রয়েছে। সেচ দফতরের তৎপরতায় কাজ শুরু হয়েছে। জল আটকানোর চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, বিপদসীমার ঊর্ধ্বে ব‌ইছে গঙ্গার জল। এরই মধ্যে এবার ফুলার এবং গঙ্গা নদীর জল একসঙ্গে ভুতনিতে ঢুকে প্লাবিত করতে চলেছে লক্ষাধিক ঘরবাড়ি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে ফুঁসছে গঙ্গা-ফুলহার! কোটি টাকার বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে জল, কোথায় আশ্রয় মিলবে ভুতনির লক্ষাধিক মানুষের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল