বাইরে থেকে চারা এনে বীজ উৎপাদনের চাষের বিশেষ পদ্ধতি ব্যবহার করে তৈরি করছেন উন্নতমানের আলুর বীজ। পোখরাজ, জ্যোতি, হিমালিনী, সুখ্যাতি, উদয়, মোহন নীলকন্ঠ ইত্যাদি একাধিক প্রজাতির উন্নত মানের আলুর বীজ তৈরি হচ্ছে এই ইউনিটে। বীজ উৎপাদনকারী কৃষক মনোতোষ রাজবংশী জানান, “অ্যাপিক্যাল রুটেড কাটিং অর্থাৎ এআরসি থেকে শুরু করে জি জিরো, জি ওয়ান, জি টু, জি থ্রি ইত্যাদি পর্যায়ে প্রক্রিয়াকরণের পর চাষযোগ্য উন্নতমানের আলুর বীজ তৈরি হয়। সবশেষে জি ফর পর্যায়ে চাষের জন্য কৃষকদের হাতে আসে আলুর বীজ।”
advertisement
আরও পড়ুন: ঠাকুমাই নাকি নাটের গুরু! হাওড়ায় জলে ডুবে ৩ মাসের শিশু মৃত্যু ঘিরে তোলপাড় এলাকা, খতিয়ে দেখছে পুলিশ
জেলা উপ-কৃষি আধিকারিক অমল কুমার সাহা জানান, “কৃষি ক্ষেত্রে জেলায় উন্নতমানের পদ্ধতি ব্যবহার করে কৃষকদের নিজেই উন্নতমানের রোগ মুক্ত আলুর বীজ উৎপাদনে আগ্রহী করে তোলা হচ্ছে। মালদহ জেলায় পুরাতন মালদহ ও গাজোল ব্লক এলাকায় প্রায় ১২ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। কৃষকদের পর্যাপ্ত পরিমাণে বীজ উন্নতমানের আলুর বীজ যোগান দিতে এমন একাধিক ইউনিট গড়ে তোলা হবে আগামীতে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জমিতেই আলুর বীজ উৎপাদনের আধুনিক প্রযুক্তির স্ক্রীন হাউস তৈরি করেছেন বীজ উৎপাদনকারী মনোতোষ রাজবংশী। জেলায় উন্নতমানের আলুর বীজ যোগান দিতে এই কৃষকের এমন উদ্যোগ নজর কেড়েছে সকলের।





